ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহর নাম বা জাত দ্বারা কোনো জিনিস করার বা না করার কসম করলে, কসম হয়ে যায়।যখন কেউ অাল্লাহ নাম উচ্ছারণ করে কসম করে ফেলবে,তখন আল্লাহর নামের সম্মানার্থে সেই কসমকে পূর্ণ করা তার উপর ওয়াজিব হয়ে যায়।যদি সে কসম কে ভঙ্গ করে ফেলে,তাহলে তখন কসম ভঙ্গ করে আল্লাহর নামের বেহুরমতি করার শাস্তি স্বরূপ তাকে কাফফারা দিতে হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1808
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3101
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ছেলে যদি আল্লাহর কসম করে বলে যে, "আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবনা।"
(১)ছেলেটা অন্য মেয়ে কে বিয়ে করে সংসার করছে তাহলে তালাক হবে না। তবে কসম রক্ষা না করার গোনাহ হবে।কাফফারা আদায় করতে হবে।
(২)মেয়েটাও অন্য ছেলেকে বিয়ে করলে মেয়ের কোনো গোনাহ হবে না।কেননা মেয়েতো আর কসম করেনি।
(৩) কসম ভাঙার কাফফারা অবশ্যই দিতে হবে।কসম ভাঙার কাফফারা না দিয়ে সংসার করলে গোনাহ হবে। পরবর্তীতে কাফফারা দিলেও হবে তবে প্রথসে কাফফারা দেয়াটা সর্বোত্তম।