আসসালামু আলাইকুম। আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পড়াশুনা করছি।আমাদের ছাত্রীহলে ৪র্থ বর্ষের ছাত্রীদের বিদায় উপলক্ষে প্রতিবছর ফেয়ারওয়েল অনুষ্ঠানের আয়োজন করা হয়(৩য় বর্ষের ছাত্রীরা আয়োজক),যাতে প্রায় ৯০০৳ এর মত চাঁদা প্রত্যেককে দিতে হয়। এ অনুষ্ঠানে উপহার দেয়া,কেক কাটা,স্টেজ সাজানো, গান ও নাচের আয়োজন থাকে, এসব নাচের ভিডিও ছাত্রীদের থেকে অনেক ছাত্ররাও দেখে থাকে।দ্বীন মেনে চলতে আগ্রহী বোনেরা অনেকবার এমন অনুষ্ঠান বন্ধের দাওয়াত ও চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। আর্থিক দুরবস্থায় থাকলেও জুনিয়ররা টাকা দিতে বাধ্য থাকে,অনেক সময় পিয়ার প্রেশারও থাকে,যেটা কখনো জুলুমের পর্যায়ে চলে যায়। কেউ যদি শরয়ী কারণ দেখিয়ে টাকা বা অংশ না নিতে চায়, তাহলে তাকে বলা হয় স্টেজ বা সাউন্ড সিস্টেমের টাকা না দিয়ে অন্তত উপহারের টাকাটা যাতে দেয়। এভাবে আলাদা শুধু একটি খাত দেখিয়ে খরচের টাকা দেয়াটা শরয়ী দৃষ্টিতে কতটা যুক্তিযুক্ত?নিতান্ত বাধ্য নয় এমন(৩য় বর্ষের কেউ) যদি কেবল উপহারের টাকা দেয়, তাহলে এতে তার গুনাহ হবে কি না?