১. কেও যদি কোনো তালাকের শর্ত দেয় তার বউকে যে "ওই কাজ করতে দেখলে তার বউ এর উপর তালাক পতিত হবে" পরে স্বামী যদি স্বপ্নে তার বউকে এরুপ কাজ করতে দেখে এতে ও কি তা পতিত হয়েই যাবে?
২. আমি একবার সন্দেহ করেছিলাম যে আমি একটি কথা বলে হয়তো বউকে শর্ত দিয়ে ফেলেছিলাম, পরে ম্যাসেজ সার্চ দিয়ে খোজে তা পাই নি,( এই শব্দ কম ইউজ হলে সব ম্যাসেজ আসে, মনে হচ্ছে এই শব্দ যতোখানে উল্লেখ ছিলো সব ম্যাসেজ পেয়েছি)সব দেখে পরে বুঝতে পারলাম হয়তো অন্য কিছু ভবিষ্যৎ বাচক কিছু বলেছি, এখন এটা নিয়ে আর কোনো ভাবনার প্রয়োজন আছে/
৩. বউ এর মোবাইলে যদি কেও "তালাক" শব্দ লিখে সার্চ করে,আর বউ যদি সেই শব্দ টি দেখে,এতে সমস্যা হবে?
৪. আমার মা নামাজ পরেন আলহামদুলিল্লাহ, কিন্তু আজকে দুই মা মেয়ের অমিল দেখে, মজা করে বলে ফেলেন,"আল্লাহ ভুলে ভুলে এই মেয়েকে তার ঘরে দিয়ে দিছেন" উনি হাসতে।হাসতে কথাটি বলেন, তবে আমার মনে হয় না সত্যি সত্যি আল্লাহ ভূল করতে পারেন এমন আকিদা নিয়ে বলেছেন, যা মনে হচ্ছে আগেপিছে না ভেবে মজা করে করে বলে দিয়েছেন,এটা কুফরী বাক্য কিনা বললে ইমান যাবে কি না মনে হয় না তা জানেন, জানলে তো বলতেন না। পরে আমি এই প্রসঙ্গ না বলে অন্য ভাবে কলিমা শাহাদাত পাঠ করিয়েছি, এখন কি করনীয়, উনিকি কাফের হয়ে গেছেন? উনার হজ বিবাহ সব বাদ হয়ে গেছে?
৫. উনার আবার বিবাহ নবায়ন করা জরুরী? জরুরী হলে উনাকে এগুলো কিভাবে বলবো?
৬. বিবাহ বাধ্যতামূলক হলে আমরা দুই ভাই সাক্ষী থেকে উনাদের বিয়ে করিয়ে দিতে পারবো?হলে কিভাবে, উল্লেখ্য আমরা দুই ভাই এর ই কিছু ওসওয়াসা সমস্যা, বড় বিপদে পরেছি আমি,নিজের সমস্যা শেষ হলে পরিবারের কারো সমস্যা চোখে পরে, মাঝে মাঝে অতিষ্ঠ লাগে...