আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
147 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (11 points)
১. https://ifatwa.info/76543/ এই লিংকের প্রশ্ন গুলো ওয়াসওয়াসা আসায় করা হয়েছিল অনেক আগে। কিন্তু আমি প্রশ্ন গুলো যে ওয়াস ওয়াসা তা লিখতে ভুলে গেছি। পরে প্রশ্ন এডিট করা যাচ্ছিল না।কমেন্টে এটা ওয়াসওয়াসা শিওর লিখতে গিয়ে এটা শিওর লিখে ফেলেছিলাম।
https://ifatwa.info/76606/ এই লিংকে আমি উল্লেখ করে দিছি যে এটা ওয়াসওয়াসা পরে শিওর হইছি এমন কিছু হয় নাই এমনকি আমার স্বামীর কাছে জিজ্ঞেস করছি সেও একই কথা বলছে। এখন আমার প্রশ্ন হলো ওয়াসওয়াসা উল্লেখ না করে প্রশ্ন গুলো লেখায় কোন সম্যসা হবে সংসার জীবনে?

1 Answer

0 votes
by (606,750 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইবনে উসাইমিন রাহ বলেন 
 ( المبتلى بالوسواس لا يقع طلاقه ، حتى لو تلفظ به بلسانه ، إذا لم يكن عن قصد ، لأن هذا اللفظ باللسان يقع من الموسوس من غير قصد ولا إرادة ، بل هو مغلق عليه ، ومكره عليه ، لقوة الدافع وقلة المانع ، وقد قال النبي صلى الله عليه وسلم : " لا طلاق في إغلاق " . فلا يقع منه طلاق إذا لم يرده إرادة حقيقية بطمأنينة ، فهذا الشيء الذي يكون مرغما عليه بغير قصد ولا اختيار فإنه لا يقع به طلاق.) انتهى ، نقلا عن : "فتاوى إسلامية" (3/277).
ওয়াসওয়াসা রোগে আক্রান্ত ব্যক্তির তালাক পতিত হবে না। এমনকি ওয়াসওয়াসা রোগী নিজ জবান দ্বারা তালাক উচ্ছারণ করলেও তালাক হবে না যদি তালাকের পূর্ণ ইচ্ছা না থাকে।কেননা ওয়াসওয়াসা রোগী যা বলে থাকে, সেটা সাধারণত অনিচ্ছায়ই হয়ে থাকে।বরং তারা মানষিক চাপে অনিচ্ছায় ই এমনটা বলে থাকে। (ফাতাওয়ায়ে ইসলামিয়া-৩/২৭৭)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি ওয়াসওয়াসা গ্রস্থ কি না ? সেটা প্রশ্নে উল্লেখ করা থাকুক বা নাই থাকুক। ওয়াসওয়াসা রোগীর তালাকই হবেনা। সুতরাং ওয়াসওয়াসা উল্লেখ না করে প্রশ্ন গুলো লেখায় আপনাদের সংসার জীবনে কোন সমস্যা হবেনা। আমরা বুঝবো কারা ওয়াসওয়াসা গ্রস্থ আর কারা ওয়াসওয়সা গ্রস্থ নয়। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (606,750 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...