আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
179 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (12 points)

আসসালামু আলাইকুম,

আমি একজন ডিজাইনার, ডিজাইন করার জন্য একটি সফটওয়ার ইউজ করা লাগে, যার নাম Figma...এটা ইসরায়েলের কোম্পানি মানে এটার Owner যিনি তিনি ইসরায়েলের। তারা একটা অফার দিয়ে রেখেছে যে, যারা Student, Teacher, তাদের জন্য ২ বছরের জন্য Figma Software সম্পূর্ন ফ্রি, শর্ত দিয়েছে অবশ্যই Student or Teacher হতে হবে আর কি।

তো আমি কাল রাতে K12 Option সিলেক্ট করে ২ বছরের জন্য অফার টা নিয়েছি। কিন্তু কথা হলো আমি Student ও না আবার Teacher ও নাহ। যেহেতু ইসরায়েল আমাদের মুসলিমদের সাথে যুদ্ধে লিপ্ত তাই তাদের অফার ডলার খরচ করে কেনো কিনতে যাবো, এই নিয়তে সামান্য ক্ষতির নিয়তে বা তাদের লস হউক এটার জন্য K12 অপশন সিলেক্ট করে বা এক কথায় মিথ্যা Option সিলেক্ট করে Figma কে বুঝিয়েছি আমি Student, তারপর অফার টি একটিভ করে দেয় তারা ২ বছরের জন্য।

বিঃদ্রঃ K12 মানে হলো - "An education system in the United States covering the years from kindergarten (typically starting at age 5 or 6) through 12th grade (typically ending at age 17 or 18). It encompasses the full range of primary and secondary education. The term "K" represents "kindergarten," and "12" represents the 12th grade, which is the final year of high school" 

 

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ قال،قال رسول اللّٰه 
ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ( ﻣَﻦْ ﻏَﺶَّ ﻓَﻠَﻴْﺲَ ﻣِﻨِّﻲ )
রাসূলুল্লাহ সাঃ বলেন,যে ব্যক্তি ধোকা দিবে সে আমার উম্মতভূক্ত নয়। (সহীহ মুসলিম-১০২)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/539

ইমাম আবু ইউসুফ রাহ বলেন,
لا يجوز للمسلم فی دار الحرب الا مايجوز له فی دار الاسلام.
’’۔(علامه کاسانی، بدائع الصنائع، 7 : 132)
একজন মুসলমানের জন্য দারুল হারবে থাকাবস্থায় ততটুক বিধানই কার্যকর হবে যতটুকু দারুল ইসলামে থাকাবস্থায় কার্যকর হয়ে থাকে।

তথাকথিত হাদীস
لا ربا بين المسلم و الحربی فی دار الحرب.
উক্ত বিবরণ সম্পর্কে আল মুগনি কিতাবে বর্ণিত রয়েছে,
هٰذا خبر مجهول لم يُرو فی صحيح و لا مسند و لا کتاب موثوق به.
এই খবর মজহুল,কোনো বিশুদ্ধ সনদ বা গ্রহণযোগ্য কিতাবে এমন কোনো বর্ণনা আসেনি। তাছাড়া এই বিবরণটি মুরসাল। 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনার জন্য ইসরাঈলের কম্পানিকে এভাবে ধোকা দেয়া জায়েয হবে না।কেননা কোনো মুসলমানের জন্য ধোকা দেওয়া কখনো জায়েয হবে না।চায় মুসলিমের ক্ষেত্রে হোক বা অমুসলিমের ক্ষেত্রে হোক।সর্বাবস্থায় মুসলমানের জন্য ধোকা দেওয়া নাজায়েয ও হারাম


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...