ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ قال،قال رسول اللّٰه
ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ( ﻣَﻦْ ﻏَﺶَّ ﻓَﻠَﻴْﺲَ ﻣِﻨِّﻲ )
রাসূলুল্লাহ সাঃ বলেন,যে ব্যক্তি ধোকা দিবে সে আমার উম্মতভূক্ত নয়। (সহীহ মুসলিম-১০২)
ইমাম আবু ইউসুফ রাহ বলেন,
لا يجوز للمسلم فی دار الحرب الا مايجوز له فی دار الاسلام.
’’۔(علامه کاسانی، بدائع الصنائع، 7 : 132)
একজন মুসলমানের জন্য দারুল হারবে থাকাবস্থায় ততটুক বিধানই কার্যকর হবে যতটুকু দারুল ইসলামে থাকাবস্থায় কার্যকর হয়ে থাকে।
তথাকথিত হাদীস
لا ربا بين المسلم و الحربی فی دار الحرب.
উক্ত বিবরণ সম্পর্কে আল মুগনি কিতাবে বর্ণিত রয়েছে,
هٰذا خبر مجهول لم يُرو فی صحيح و لا مسند و لا کتاب موثوق به.
এই খবর মজহুল,কোনো বিশুদ্ধ সনদ বা গ্রহণযোগ্য কিতাবে এমন কোনো বর্ণনা আসেনি। তাছাড়া এই বিবরণটি মুরসাল।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনার জন্য ইসরাঈলের কম্পানিকে এভাবে ধোকা দেয়া জায়েয হবে না।কেননা কোনো মুসলমানের জন্য ধোকা দেওয়া কখনো জায়েয হবে না।চায় মুসলিমের ক্ষেত্রে হোক বা অমুসলিমের ক্ষেত্রে হোক।সর্বাবস্থায় মুসলমানের জন্য ধোকা দেওয়া নাজায়েয ও হারাম