আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
183 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (26 points)
আসসালামুয়ালায়কুম,

আল্লাহর কাছে এই দোয়া কি করা যাবে যে
১। আল্লাহ আপনি কেয়ামত পিছিয়ে দিন।

২। হে আল্লাহ দাজ্জাল কে আর ১/২ হাজার বছর পর পৃথিবীতে পাঠান।

৩। হে আল্লাহ মুসলিম দের কাছে আবার পৃথিবীর নিয়ন্ত্রণ ফিরিয়ে দেন অটোম্যানদের মতন।
৪। হে আল্লাহ ইহুদিদের কে ফিলিস্তিন থেকে আবার ২/৩ হাজার বছরের জন্য বিতারিত করুন।
মুলত ৪ নাম্বার দোয়া টা করলে ৩,২,১ এই গুলাও করা হয়। অর্থাৎ ইহুদিদের কে ফিলিস্তিন থেকে বিতারিত করলে তাদের পতন ঘটবে । তাদের পতন ঘটলে জায়োনিস্টদের পতন ঘটবে। তাহলে উসমানী খেলাফত এর মত কিছু এক্তা সৃষ্টি হবে।

ইহুদিরা যদি ফিলিস্তিন থেকে বিতারিত হয় দাজ্জাল ও আসবে আরো পরে কারন দাজ্জাল ইহুদিদের মাদ্ধমেই পৃথিবী শাসন করবে।
দাজ্জাল যদি দেরি তে আসে তাহলে কেয়ামত ও আরো দেরিতে হবে।
এই দোয়া করার উদ্দেশ্য মানুষ শান্তিতে থাকুক আরো কয়েক হাজার বছর , পৃথিবীতে কোন যুদ্ধ না থাকুক। কিংবা দুনিয়ার প্রতি আমার মোহ।
উক্ত উদ্দেশ্য নিয়ে কি উপরের দোয়া গুলো করা যাবে?
বা এই মুহূর্তে গাযায় এত মুসলমান মারা যাচ্ছে আমরা কি দোয়া করব?
ধন্যবাদ।

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
"আল্লাহ আপনি কেয়ামত পিছিয়ে দিন।"
অতীতে এরকম কোনো দু'আ কারো কাছ থেকে কখনো শুনা যায় নি। বরং মু'মিন তো সর্বদা জান্নাতের আগ্রহী থাকবে।আর জান্নাত তো মৃত্যুর পরই এসে থাকে। মৃত্যুর পর মৃত ব্যক্তির কিয়ামত শুরু হয়ে যায়। 

(২)
হে আল্লাহ! দাজ্জালকে অনেক দেড়ীতে পাঠান,
এরকম দু'আও কখনো শুনা যায়নি, বরং দাজ্জালের ফেতনা থেকে বাচার দু'আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' শিক্ষা দিয়েছেন। যেমন হাদীস শরীফে বর্ণিত হয়েছে,
আবূ দারদা (রাঃ) হতে বর্ণিত।
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ حَفِظَ عشر آيَات من أول سُورَة الْكَهْف عصم من فتْنَة الدَّجَّال» . رَوَاهُ مُسلم
 তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি সূরা আল কাহাফ-এর প্রথম দশটি আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের অনিষ্ট হতে নিরাপদ রাখা হবে। (মিশকাত-২১২৬)

(৩)
"হে আল্লাহ! মুসলিম দের কাছে আবার পৃথিবীর নিয়ন্ত্রণ ফিরিয়ে দেন অটোম্যানদের মতন।"

এরকম দু'আ করা যেতে পারে।

(৪)
"হে আল্লাহ! ইহুদিদের কে ফিলিস্তিন থেকে আবার ২/৩ হাজার বছরের জন্য বিতারিত করুন।"

এরকম দু'আ করা যেতে পারে। যদিও এই দু'আ দ্বারা কিয়ামত পরবর্তীতে আসবে, সেই দু'আ করা হচ্ছে, তবে এখানে সরাসরি কিয়ামতকে পিছানোর দু'আ হচ্ছে না। কিয়ামতকে সরাসরি পিছানোর দু'আ অতীতে শ্রবণ করা যায়নি। কিয়ামত অতি নিকটবর্তী,এ সম্পর্কে আল্লাহ নিজেই বলেন,
اقْتَرَبَتِ السَّاعَةُ وَانشَقَّ الْقَمَرُ
কেয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে।(সূরা কামার-০১)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (606,750 points)
উত্তর দেয়া হয়েছে।
by (2 points)

দোয়া সম্পর্কিত কিছু বিষয় জানতে চাচ্ছি, প্রাসঙ্গিক বলে এইখানে কমেন্ট বক্সেই লিখছি:

 ১) ফরজ, নফল ইত্যাদি নামাজের রুকু ও সিজদার তাসবীহ এর পর এবং দুয়া মাসুরার জায়গায় নিম্নোক্ত দোয়াগুলো কি করা যাবে? একসাথেই একাধিক ?

রাব্বির হামহুমা .....

রাব্বানা আতীনা ফিদ্দুনিয়া

আল্লাহুম্মাকফিনী বি হালালীকা .

রাব্বি ইন্নি লিমা আনঝালতা ইলাইয়্যা মিন খাইরিন ফাকির

 ইত্যাদি, মোটকথা কুরআন ও হাদিসের যেই কোনো দোয়া কি করা যাবে ?


 ২) নামাজের বাহিরে দুনিয়াবি দুয়ার ক্ষেত্রে কি এমন দুয়া করা যাবে -

হে আল্লাহ, আমাকে বরকতময় হাজার কোটি টাকা দিন

হে আল্লাহ, আমাকে বরকতময় একটি টয়োটা হেরিয়ার মডেল এর গাড়ি দিন

হে আল্লাহ, আমার ছেলেকে দ্বিতীয় ইলিয়াসজী (তাবলীগের বাণী) বানিয়ে দিন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...