আপনার পরামর্শ মতো আমি এই কাজটি করি , এখন করনীয় জানতে চাচ্ছি...(শায়েখ এই বিষয়ে বেশ বিরক্ত করেছি ক্ষমা করে দিবেন , জাজাকাল্লাহ)
https://ifatwa.info/85748/ এ আপনি বলেছেন ‘’(১) আপনার স্ত্রীর মেসেজ অপশনে গিয়ে নিশ্চিত হোন যে, আপনি কি বলেছিলেন? ভবিষ্যত বাচক কিছু বললে তো তালাক হবে না। হ্যা, শুধুমাত্র তালাক বললে, এবং ফাহেশা উদ্দেশ্য হলে,স্ত্রীকে শুধুমাত্র অন্তরঙ্গ অবস্থায় পাওয়া গেলেই তালাক হবে,নতুবা তালাক হবে না। “”
এটা দেখার পরে আমি ম্যসেজ গুলো খূজি, অনেক আগের ম্যাসেজ এবং আমার বউয়ের যে আইডিতে সব সময় কথা বলি সেই আইডিতে আমি খোজ করি, উল্লেখ্য আরো দুই আইডি আছে কিন্তু মনে হচ্ছে না সেই আইডি থেকে তই কথা গুলো বলেছি, মনে হচ্ছে (৯৯%) মেইন আইডি থেকেই কথা বলেছিলাম, তাই মেইন আইডি থেকেই পুরাতন ম্যাসেজ গুলো দেখার জন্য, বউ এর মোবাইলের ম্যাসেন্জারের সার্চ বারে গিয়ে "তালাক" শব্দটি লিখে ম্যাসেজ টি খুজি, কিন্তু সেখানে ওই সংক্রান্ত কিছুই পাইনি, হয়তো অন্য কিছু বলে ছিলাম যে ছেড়ে দিবো বা অন্য কিছু। ম্যাসেন্জারে ম্যাসেজ খোজার ক্ষেত্রে কোনো শব্দ সার্চ করলে দেখা যায়, সেই শব্দ অনেক বেশি উল্লেখ থাকলে সব আসে না, কিন্তু মোটামুটি কম থাকলে সব ই আসে, এক্ষেত্রে আমি এটাই বিবেচনা করেছি যে, "তালাক" লেখা আছে এমন সব ম্যাসেজ গুলোর মাঝে এমন কিছুই পাই নি। এক্ষেত্রে এটাই বিবেচনা করছি যে আমি তাকে এই সংক্রান্ত কিছুই বলি নি। তাছাড়া সার্চ ছাড়া এতো এতো মাস আগের ম্যাসেজ খোজে দেখা কি সম্ভব? প্রতিদিন কতো কথা বলি ওর সাথে ম্যাসেন্জারে(কারণ আমরা একত্রে বসবাস এখনো শুরু করি নি)
সার্বিক বিবেচনায় এই ক্ষেত্রে আমার কি করনীয়?
২. বউ এর মোবাইলে ম্যাসেজ অপশনে ম্যাসেজ খোজার জন্য "তালাক" শব্দ লিখার পরে বউ যদি সেই শব্দ দেখে ফলে এতে কি কোনো সমস্যা হনে?
৩.প্রশ্নে এই কথা লিখার সময় "তোমার সাথে অন্য ছেলেকে দেখলে তালা* দিয়ে দিবো" এটা লিখার সময় কেও যদি "তালাক" শব্দ লিখে একটু ৫/১০ সেকেন্ড অপেক্ষা করে (কোনো করনে থামলে বা কারো সাথে কথা বলে) বাকি অংশ অর্থাৎ ‘দিয়ে দিবো" লিখে এতে কি সমস্যা হবে?
৪. কেও যদি শর্ত বা তালাক দেওয়ার নিয়েতে বাক্যে তালাক শব্দ এইভারে লিখে , "তালা* ” মানে ক না লিখে * চিহ্ন দেয় এতে কি শর্ত বা তালাক হবে?