আমার পূর্বে হায়েজের সময় ই হায়েজ হয়ে যেতো।হায়েজের সময়ে ১ দিন থেকে কম বেশ সময়ে হায়েজ হয়ে যেতো।অর্থাৎ হায়েজের ১ম দিন হতো না।তবে সেই দিন বা এরপরে ঠিকই হতো এইটায় আমার অভ্যাস। আর হায়েজ ১০দিন হওয়াই আমার অভ্যাস। আমি জানি যে হায়েজের দিনে সাদাস্রাব ব্যতীত অন্যস্রাব দেখা দিলে সেটাও হায়েজ।আমারো এমন হতো কিন্তু তাও তাড়াতাড়ি ব্লাড দেখা দিতো।এইটা সবসময় হতো আমার ব্লাড তাড়াতাড়ি ই আসতো।কিন্তু গতমাসে ৪/৫দিন+আমার অন্য কালারের স্রাব দেখা যায়।এরপর একদিন দেখি স্রাব টা সাদা নাকি অন্য কালারের বুঝতে পারছিলাম না।তাই আমি এইটাকে হায়েজ হিসেবেই ধরে নেই।কিন্তু এই মাসেও আজ ৬দিন হবে আমার ব্লাড দেখা যাচ্ছেনা অন্য স্রাব দেখা যাচ্ছে।আবার আজও দেখি আমার একরকম স্রাব দেখা গিয়েছে যেটা ধরতে পারছিনা সাদা নাকি অন্য কালার।হালকা একদম হালকা হলুদ ও লাগছিলো যেটা বুঝা যাচ্ছিলো না তেমন।আবার সাদাও লাগছিলো।আমি ধরতেই পারছিলাম না এইটা কি কালার।কালারটায় এমন লাগে যে এইটা সাদা নাকি হলুদ বুঝা যায়না।এতো তীক্ষ্ণ থাকে।টিস্যু দিয়েই চেক করেছি কিন্তু তাও ধরতে পারছিলাম না।এইক্ষেত্রে আমি কি করব? এরপরে যখন আবার চেক করি তখন আবার হলুদ স্রাব দেখতে পাই।এখন আমি আজকের স্রাবটাকে কি সাদা স্রাব ধরব নাকি হায়েজই?আর সাদাস্রাব ধরলে এরপর থেকে রক্ত দেখা দিলে কতদিন পর্যন্ত হায়েজ ধরব যেহেতু এর আগে আমার অন্য স্রাব দেখা দিছে এরপর অফ হয়ে গেছে?