ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বালেগ হওয়ার কয়েকটি আলামত রয়েছে যথা-
সাধারণত ১৫ বৎসর বয়স থেকে ছেলে বালিগ হয়।এবং ১৩ বৎসর বয়স থেকে মেয়ে বালিগ হয়।
তবে স্থান কাল ও খাদ্যাভ্যাস হিসেবে এর আগেও শারিরিক উন্নতি হয়ে বালিগ হতে পারে।
ছেলেদের বালেগ হওয়ার আলামত,স্বপ্নদোষ হওয়া।
আর মেয়েদের বালিগ হওয়ার আলামত,হায়েয শুরু হওয়া।
এ আলামত গুলো যখনই পাওয়া যাবে তখনই বালেগ হিসেবে গণ্য করা হবে।
قال أبو حنيفة: مدة البلوغ بالسن في الغلام ثماني عشرة سنة، وفي الجارية سبع عشرة سنة.
وقال أبو يوسف، ومحمد: في الغلام والجارية خمس عشرة سنة
(৭১৭ নং মাসআলা,কুদুরী)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নারী পুরুষের ফ্রিমিক্সিং লাইভ বা টকশো জায়েয হবে না। ভিডিওতে যেই কিশোরীকে দেখা যাচ্ছে, তাকে তো সাবালকের মতই মনে হচ্ছে, সুতরাং এভাবে লাইভে আসাটা সমর্থনযোগ্য নয়।