১/একটি নাপাক কাপড় পাউডার দিয়ে ধুয়ে শুকানোর পর কাপড়ের একটি জায়গায় কিছু শুকনো পাউডার দেখতে পেলাম, হাত দিয়ে কিছুক্ষণ ঘষার পর চলে গেলো। কাপড়টি পাক না নাপাক ধরবো?
২/আসার বাবা সিগারেট খায়, আমার হাতে সিগারেট আনায় আমি যদি অন্য বাজারের সাথে বা শুধু এমনি সিগারেট এনে দি আমার কি গুনাহ হবে? যদি গুনাহ হয়, আমি না আনতে চাইলে কিভাবে তাকে মানা করতে পারি।
উনি আমার দ্বীন পালনের বিভিন্ন বিষয়ে তিরস্কার ও করে। দরবেশ বলে আমাকে পিছনে।
৩/অনেক সময় বাচ্চা কাথায় প্রস্রাব করলে তাকিয়ে বুঝিনা, হাত দিয়ে কাথা ধরলে বুঝি। কিন্তু হাত ভিজে না। বা কোনো সময় হাত ঘামানো ঘামানো অবস্থা হয়, তাও সেকেন্ডর মধ্যে শুকিয়ে যায়। এক জায়গায় দেখলাম হাত এই পরিমাণ ভিজতে হবে যেনো হাত থেকে এক ফোটা পানি পড়ে, (কাপড়ের হুকুমের মতই) এটা কি ঠিক?
ঘামানো অবস্থার হুকুম কি? এটা নিয়ে সন্দেহ