بسم الله الرحمن الرحيم
জবাবঃ-
শরীয়তের বিধান হলো কোনো মহিলার
স্বামী মারা গেলে তার স্বামীর বাড়িতে চার মাস দশদিন ইদ্দত পালন করতে হবে। আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
وَالَّذِينَ
يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ
أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا ۖ فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا جُنَاحَ
عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِي أَنفُسِهِنَّ بِالْمَعْرُوفِ ۗ وَاللَّهُ بِمَا
تَعْمَلُونَ خَبِيرٌ [٢:٢٣٤]
আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ
করবে এবং নিজেদের স্ত্রীদেরকে ছেড়ে যাবে, তখন সে স্ত্রীদের কর্তব্য হলো নিজেকে চার মাস দশ দিন
পর্যন্ত অপেক্ষা করিয়ে রাখা। তারপর যখন ইদ্দত পূর্ণ করে নেবে,
তখন নিজের ব্যাপারে নীতি সঙ্গত ব্যবস্থা
নিলে কোন পাপ নেই। আর তোমাদের যাবতীয় কাজের ব্যাপারেই আল্লাহর অবগতি রয়েছে।
★তালাকপ্রাপ্তা
এবং বিধবা মহিলার জন্য স্বামীর বাড়িতেই ইদ্দত পালন করা ওয়াজিব। বিশেষ ওজর ব্যতীত
স্বামীর বাড়ি ছাড়া বাবার বাড়িতে কিংবা অন্য কোথাও গিয়ে ইদ্দত পালন করা জায়েয নেই।
সুরা আত ত্বলাকের ০১ নং আয়াতে
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
৬৫:১ یٰۤاَیُّهَا النَّبِیُّ اِذَا طَلَّقۡتُمُ النِّسَآءَ
فَطَلِّقُوۡهُنَّ لِعِدَّتِهِنَّ وَ اَحۡصُوا الۡعِدَّۃَ ۚ وَ اتَّقُوا اللّٰهَ
رَبَّکُمۡ ۚ لَا تُخۡرِجُوۡهُنَّ مِنۡۢ بُیُوۡتِهِنَّ وَ لَا یَخۡرُجۡنَ اِلَّاۤ
اَنۡ یَّاۡتِیۡنَ بِفَاحِشَۃٍ مُّبَیِّنَۃٍ ؕ وَ تِلۡکَ حُدُوۡدُ اللّٰهِ ؕ وَ
مَنۡ یَّتَعَدَّ حُدُوۡدَ اللّٰهِ فَقَدۡ ظَلَمَ نَفۡسَهٗ ؕ لَا تَدۡرِیۡ لَعَلَّ
اللّٰهَ یُحۡدِثُ بَعۡدَ ذٰلِکَ اَمۡرًا ﴿۱﴾
হে নবী,
(বল),
তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দেবে,
তখন তাদের ইদ্দত অনুসারে তাদের তালাক দাও
এবং ‘ইদ্দত হিসাব করে রাখবে এবং তোমাদের রব আল্লাহকে ভয় করবে। তোমরা তাদেরকে তোমাদের
বাড়ী-ঘর থেকে বের করে দিয়ো না এবং তারাও বের হবে না। যদি না তারা কোন স্পষ্ট অশ্লীলতায়
লিপ্ত হয়। আর এগুলো আল্লাহর সীমারেখা। আর যে আল্লাহর (নির্ধারিত) সীমারেখাসমূহ অতিক্রম
করে সে অবশ্যই তার নিজের ওপর যুলম করে। তুমি জান না, হয়তো এর পর আল্লাহ, (ফিরে আসার) কোন পথ তৈরী করে দিবেন।
তবে স্বামীর বাড়িতে যদি পর্দার
সাথে থাকার ব্যবস্থা না হয় কিংবা তার জন্য সেখানে থাকা বেশি কষ্টকর বা মারাত্মক ক্ষতির
কারণ হয় তাহলে সে বাড়ি ত্যাগ করে বাবার বাড়ি কিংবা অন্য কোনো নিরাপদ স্থানে ইদ্দত
পালন করতে পারবে। তবে এক্ষেত্রে যেখানে যাবে সেখানেই ইদ্দত পূর্ণ করবে। ইদ্দত শেষ হওয়ার
আগে বিনা জরুরতে সেখান থেকে অন্যত্র থাকা জায়েয হবে না।
হযরত ফাতেমা বিনতে কায়স রা.
থেকে বর্ণিত, তিনি
বলেন, আমি
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছি,
আমার স্বামী আমাকে তিন তালাক দিয়েছে এখন
আমি আমার সাথে ব্যভিচারের ভয় করছি। তখন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাকে স্থানান্তর হওয়ার নির্দেশ দিয়েছেন। (সহীহ মুসলিম, হাদীস : ১৪৮২; মুসান্নাফে ইবনে আবী শাইবা ১৯১৬৮)
একটি দীর্ঘ হাদীসে এসেছে যে,
এক মহিলার স্বামী ইন্তেকাল করলে সে রাসূলুল্লাহ
ﷺ-এর নিকট নিজের
পিত্রালয়ে চলে যাওয়ার অনুমতি চায়। তখন রাসূলুল্লাহ ﷺ তাকেও অনুমতি দেন নি; বরং
তাকে বলেছিলেন, امْكُثِي
فِي بَيْتِكِ حَتَّى يَبْلُغَ الكِتَابُ أَجَلَهُ তুমি ইদ্দত শেষ হওয়া পর্যন্ত
তোমার (স্বামীর) ঘরেই অবস্থান কর। ( তিরমিযী ১২০৪)
খুসাইফ রাহ. থেকে বর্ণিত,
তিনি বলেন,
আমি সায়ীদ ইবনুল মুসাইয়্যিব রাহ.-কে
জিজ্ঞাসা করলাম,যে
মহিলার স্বামী মারা গেছে সে (ইদ্দত অবস্থায়) কি ঘর থেকে বের হতে পারবে?
তিনি বললেন,না। -মুসান্নাফ ইবনে আবী শাইবা,
হাদীস ১৯১৯৮
সুতরাং বিনা ওজরে ঘর থেকে
বাইরে যাওয়া জায়েয হবে না। আর শরীয়তের হুকুমের লঙ্ঘন করাই পাপ। আর পাপ বলতেই ঈমানের
উন্নতির পথে বাধা এবং আখেরাত ও কবরের যিন্দেগী সুখময় হতে বাধা। মুমিনের জন্য শুধু
এতটুকু কথাই কোনো ফরয-ওয়াজিব বিধান পালনের জন্য যথেষ্ট।
অবশ্য জীবিকা কিংবা অন্য কোনো
মানবিক প্রয়োজনে দিনের বেলা বাইরে যাওয়ার অবকাশ আছে। এক্ষেত্রে প্রয়োজন শেষ হওয়ার
পর আবার বাড়িতে ফিরে আসা জরুরি। আর দিনে কোনো বিশেষ ওজরে বের হলেও রাতে অবশ্যই নিজ
গৃহেই অবস্থান করতে হবে। (ফাতহুল কাদীর ৪/১৬৬-১৬৭; আলমুহীতুল বুরহানী ৫/২৩৬;
ফাতাওয়া তাতারখানিয়া ৫/২২৮;
আদ্দুররুল মুখতার ৩/৫৩৬)
الدر المختار
وحاشية ابن عابدين (رد المحتار) (3/
536):
"(وتعتدان) أي معتدة طلاق وموت (في بيت وجبت
فيه) ولا يخرجان منه (إلا أن تخرج أو يتهدم المنزل، أو تخاف) انهدامه، أو (تلف
مالها، أو لا تجد كراء البيت) ونحو ذلك من الضرورات فتخرج لأقرب موضع إليه
সারমর্মঃ স্বামীর বাড়ির লোকেরা
যদি তাকে বের করে দেয়,বা
ঘর ভেঙ্গে যায়,বা
ভেঙ্গে যাওয়ার আশংকা হয়, ইত্যাদি
প্রয়োজবের কারনে অন্যত্রে যাওয়া জায়েজ আছে।
স্বামীর মৃত্যুর সময় স্ত্রী
যে ঘরে বসবাসরত ছিল,সে
ঘরেই ৪মাস১০দিন শোক পালন করা স্ত্রীর উপর ওয়াজিব।কেননা রাসূলুল্লাহ সাঃ ফারিয়া বিনতে
মালিক রাযি কে বলেন,
( امكثي في بيتك الذي جاء فيه نعي زوجك حتى
يبلغ الكتاب أجله . قالت : فاعتددت فيه أربعة أشهر وعشرا ) رواه أبو داود (2300)
والترمذي (1204) والنسائي (200) وابن ماجه (2031) وصححه الألباني في صحيح ابن ماجه .
তুমি তোমার ঐ ঘরে অবস্থান
করো,যে ঘরে থাকাবস্থায়
তোমার কাছে তোমার স্বামীর মৃত্যুর খবর পৌছেছে। ফারিয়া বলেন,সেই ঘরে আমি ৪মান১০ অবস্থান করি।আবু-দাউদ-২৩০০
উপরোক্ত হাদীসের আলোকে জুমহুর
(সমস্ত) উলামায়ে কেরাম বলেন, স্ত্রী যে ঘরে অবস্থান করার সময়ে স্বামীর মৃত্যু সংবাদ পৌছবে,
সে ঘরে স্বামীর জন্য ৪ মাস ১০ দিন শোক
পালন করা ওয়াজিব। তবে যদি মহিলার নিজের জানের উপর ভয় হয়,
অথবা এমন কেউ না থাকে যে,
ঐ মহিলার খোঁজখবর নিতে পারবে,
তাহলে সে মহিলা অন্যত্রও ইদ্দত পালন করতে
পারবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী
ভাই/বোন!
★★প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার দাদা যেদিন মারা গিয়েছেন,
সেদিন থেকেই তার ইদ্দতকাল শুরু হয়ে গেছে। সুতরাং তার স্বামীর মারা যাওয়ার
দিন থেকে নিয়ে চার মাস দশদিন পুরন হতে আর যত দিন অবশিষ্ট আছে,
ততদিন আপনার দাদী তার স্বামীর বাসায় থাকবে। কারণ, বিধবা মহিলার জন্য স্বামীর বাড়িতেই ইদ্দত পালন করা ওয়াজিব।
তবে যদি আপনার দাদী দাদার বাসায় থাকলে তার দেখভালের
জন্যে কেউ না থাকে বা তিনি অসুস্থ হয়ে থাকলে তার যত্ন নেওয়ার কেউ না থাকে অর্থাৎ
এজাতীয় কোন গুরুত্বর ওজরের যদি তিনি সম্মখিন হোন তাহলে
প্রশ্নে উল্লেখিত ছুরতে তিনি ছেলে/ মেয়ের বাসায় থেকে ইদ্দত কাল পূর্ণ
হতে যতদিন আছে, সেই
অবশিষ্ট দিন সেখানে কাটাতে পারবে।