আসসালামু আলাইকুম। দয়া করে উত্তর দিবেন। হবু বরকে মাসালা জানতে নিষেধ করেছি কারন তালাক কত ভাবেই হয়ে  যায়। যেহেতু মেয়েরা বললে কিছু হয় না তাই আমি প্রশ্ন করছি। মাফ করে দিবেন। উত্তর গুলো পয়েন্ট আকারে দিয়েন দয়া করে।
আমার হবু বর কে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম যে বিয়ের আগে এমন অনেক কথা আছে যেগুলো বললে বিয়ের পরে তালাক হয়। সে এগুলো কোনো সময়ে বলেছিল কিনা। তখন সে আমাকে রাগ করে বললো যে,
১) আমি কোনোদিন এমন বলি নি। আমি যখন জোরা জোরি করলাম তখন সে বললো যে, "বিয়ের পরে প্রব্লেম হলে আমার হবে, তোমার কিছু হবে না"
এখন বিয়ের পরে প্রব্লেম হলে আমার হবে, এই কথা বলার কারনে কি বিয়ের পরে কোনো সমস্যা হবে?
২) আর একদিন তালাকের কথা বলতে গিয়ে সে আমাকে বলল যে- "আচ্ছা যাও আমিও তোমাকে তালাক দিয়ে দিবো,  তুমি যদি পরে  চাও"।---- আমি তখন জিজ্ঞেস করলাম এটা কি বললা তুমি? তখন সে আমাকে বললো যে, ----- " বললাম যে লাগলে দিবো। সত্তি সত্তি দিছি নাকি।  এই কথা বলার কারনে কি বিয়ের পরে কোনো তালাক হবে?
৩) এর পরে আমি আবার জানতে চাইলাম তখন বললো যে- " যদি  আমাদের বিয়ে হয়, আর কোনো সময় আমার সাথে থাকতে না চাও, তাহলে নতুন বিয়ে করতে তো তোমার ওটা ( তালাক) লাগবে। তখন তোমার শান্তির জন্য আমি বলবো সমস্যা নাই।"
এটা বলার কারনে কি বিয়ের পরে কোনো তালাক হবে?
৪) একদিন সে আমাকে ম্যাসেজ এ বলেছিল যে----" কোনো মেয়ে বিয়ের আগে কিছু করেছে কিনা, যদি আমাকে এসব না জানায়, আমার কাছে লুকায়, আর বিয়ের পরে আমি অন্য কিছুর মাধ্যমে জানতে  পারলে তাহলে আমি তাকে  সাথে সাথে তালাক দিয়ে দিবো, যাকেই বিয়ে করি না কেন"। এমন করে বলার কারনে কি বিয়ের  পরে সমস্যা,  তালাক হবে  কোনো?
তখন আমি তাকে ম্যাসেজ এই  বললাম যে, এমন করে অনেক কথা আছে - কেউ যদি বিয়ের আগে বলে  তাহলে, তার বউ নাকি তালাক হইতেই থাকে। তখন আমাকে রিপ্লাই  তে বলল যে- তোমাকে বলি নাই। যদি কাউকে বিয়ে করি, সে যদি আমার সাথে লুকায় তাকে বলছি। এখানে এই ম্যাসেজ এ  বলার সময়   সে কোনো তালাক উচ্চারণ করে নি। কথা গুলো এভাবেই বলেছিলো।
 এখন এমন করে বলার কারনে কি বিয়ের পরে কোনো তালাক হবে?
৪) সে যদি মুখে উচ্চারণ করে করে টাইপ করে। যেমন- "বিয়ের পরে অন্য কিছুর মাধ্যমে জানতে পারলে সাথে সাথে তালাক" এমন যদি মুখে বলে আর টাইপ করার সময়  যদি সে লিখে- "সাথে সাথে তালাক দিয়ে দিবো"  সে মুখে উচ্চারণ করেছিল কিনা সে মনে করতে পারছে না। ম্যাসেজ এর কথা টাই তার শুধু মনে আছে।  এখন তাহলে কোনটা ধরা হবে?  এসব কথার জন্য কি  বিয়ের পরে কোনো তালাক হবে?
দয়া করে আমাকে মাফ করে দিবেন। আর উত্তর গুলো দিবেন। আমাকে দয়া করুন।