بسم الله الرحمن الرحيم
জবাবঃ-
https://www.ifatwa.info/6996 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে, দাইয়ুস সে ব্যক্তিকেই বলা হয়,
যে তার পরিবার পরিজনকে সঠিক রাস্তায় পরিচালনা করেন না।
অর্থাৎ- যে ব্যক্তি তার স্ত্রী-সন্তানদের
বেপর্দা বেহায়াপনা ও অশ্লীলতার সুযোগ দেয় তাকেও দাইউস বলা হয়।
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন
যে, “আল্লাহ তিন ব্যক্তির
জন্য জান্নাত হারাম করেছেন। মাদকাসক্ত, পিতা-মাতার অবাধ্য এবং
দাইউস, যে তার পরিবারের মধ্যে ব্যভিচারকে প্রশ্রয় দেয়”[ মুসনাদে
আহমাদ: ২/৬৯ ]
রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেছেন
:
‘দাইউস ব্যক্তি জান্নাতে প্রবেশ
করবে না।’ সাহাবায়ে কেরাম (রাঃ) জিজ্ঞেস করলেনঃ হে আল্লাহ্র রাসূল (সাঃ)! দাইউস কে? উত্তরে রাসুলূল্লাহ (সাঃ) বললেন, ‘যে ব্যক্তি তার পরিবারে আল্লাহ্র আদেশ-নিষেধ বাস্তবায়নের ব্যাপারে কোন তৎপরতা
অবলম্বন করে না বরং উপেক্ষা করে চলে।’ অন্য বর্ণনায় এসেছে যে, ‘দাইউস হল সে, যে তার পরিবারে বেহায়পনার বাস্তবায়নে
সন্তষ্ট ও পরিতুষ্ট।’ (মুসনাদে আহমদ)
কোরআনে আল্লাহ বলেন,
“তোমরা নিজেরা জাহান্নাম থেকে
আত্মরক্ষা কর এবং তোমাদের পরিবার-পরিজনকে জাহান্নাম থেকে রক্ষা কর। যার ইন্ধন হবে মানুষ
ও পাথর; যার উপর নিয়োজিত রয়েছেন
কঠোর হৃদয় সম্পন্ন ফিরিশতাগণ, তারা আল্লাহ যা নির্দেশ করেন তা
বাস্তবায়নে অবাধ্য হোন না, আর তাদের যা নির্দেশ প্রদান করা হয়,
তা-ই তামিল করে’’।( সূরা আত-তাহরীম: ৬)
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,
“তোমাদের প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত
এবং তোমাদের প্রত্যেককেই তার দায়িত্বাধীনদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, রাষ্ট্রনেতা তার প্রজাদের সম্পর্কে দায়িত্বশীল
আর তাকে তাদের পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন পুরুষ লোক তার পরিবারের
ব্যাপারে দায়িত্বশীল, তাকে তাদের পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ
করা হবে। একজন মহিলা তার স্বামীর ঘরের সার্বিক ব্যাপারে দায়িত্বশীলা, তাকে সেটার পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন পরিচারক তার মালিকের
সম্পদের সংরক্ষক, আর তাকে সেটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।
এক কথায় তোমরা সবাই দায়িত্বশীল আর সবাই জিজ্ঞাসিত হবে সে দায়িত্ব সম্পর্কে”।[ বুখারী
: ৭১৩৮; মুসলিম: ১৭০৫ ]
★সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
একজন স্বামীর উপর দায়িত্ব যে, সে তার স্ত্রীকে
পর্দার মধ্যে রাখবে এবং বাহিরে বের হওয়ার সময় শরীয়ত সম্মত পোশাক পরিধান করতে তাকে আদেশ
প্রদান করবে। কারণ, যে ব্যক্তি তার
স্ত্রী-সন্তানদের বেপর্দা বেহায়াপনা ও অশ্লীলতার সুযোগ দেয় তাকেও দাইউস বলা হয়।
দাইউসের শাস্তি উপরে উল্লেখ করা হয়েছে। সুতরাং প্রশ্নেল্লিখিত
ছুরতে স্বামী তার দায়িত্ব বোধের জায়গা থেকে স্ত্রীকে বেপর্দা পোশাক পরিধানে বাধা দিয়েছে।
এটি স্বামীর অধিকার। তবে ভাষা সংযত হওয়া উচিত ছিল। এটি অপবাদ নয়। তবে স্বামী স্ত্রীর
নিকট ক্ষমা চেয়ে নিবে ও ইস্তেগফার করবে এবং স্বামীর হুকুম অমান্য করার দরুন স্ত্রীও
গোনাহগার হবে। স্ত্রীও ইস্তেগফার করবে ও স্বামীর নিকট ক্ষমা চেয়ে নিবে এরং তার অনুগত
হয়ে চলবে।