আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
174 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
আসসালমুআলাইকুম,
শায়েখ আমার একটা রোগ আছে , বিয়ের আগে আমার রোগ সম্পর্কে স্ত্রী জানতো।  হটাৎ করে রোগের ওষধ খাওয়া বন্ধ করে দিয়েছিলাম । দিয়ে রোগ টা বেড়ে জাই। আর এর জন্য আমি স্ত্রী কে বিরক্ত করতে থাকি কি হবে না হবে এই সব ভাবনা নিয়ে সারাক্ষণ চিন্তায় থাকি!
এই সব এর জন্য স্ত্রী ফোন করেছিলো, দিয়ে বলছিলো আর কতদিন এই রকম করবো , স্ত্রী বলছে তার জীবনে শান্তি নাই , ইত্যাদি কথা হচ্ছিলো।
এই রোগ সম্পর্কে স্ত্রী ভালোভাবেই জানতো। কিন্তু তার বাড়ি লোক কিছুটা জানতো।
""ফোনে যখন স্ত্রীর সাতে কথা হচ্ছিলো, স্ত্রী বলছে আমি এই ভাবে চলতে পারবনা। আর তোমার যা প্রবলেম তুমি আমাকে কি ভাবে ভালো রাখবে। আমি তো তোমাকে ভালো রাখতে পারছিনা। তাই তুমি যে ভাবে ভালো থাকবা সেই টা করতে হবে।
দিয়ে স্ত্রী বলছে আর লুকিয়ে লাভ নেই তোমার আমার বাড়ির লোক কে জানানো হৌক । তারা যা সিদ্ধান্ত নিবে তাই করবো। "'""
আমি কান্না করছিলাম, আমি বলছিলাম এ সব কি বলছো, শেষে আমি বললাম তুমি যখন বাড়িতে বলতে বলছ তাই বলবো। তারা যা বলবে তাই করতে হবে। ( এই ঝামেলার সময় আমার বিশ্বাস আমি কোনো কেনিয়া বাক্য উচ্চরণ করিনি , করলেও মনে নেই)
১. হুজুর এই ঘটনার ৩ ঘণ্টা পর স্ত্রীর কাছে গিয়ে সমস্ত ঝামেলা ঠিক করে নিয়েছি। এবং আমি রোগের ওষধ ও খাচ্ছি। স্ত্রীর বাবার মাথার প্রবলেম তাই চিন্তা করবে। তাই কিছুই বলনি। আমরা নিজেদের মধ্যে ঠিক করে নিয়েছি।
ওপরে র বর্ণনা অনুযা়ী কি কোনো তালাক হবে?
২. যেহেতু আমরা নিজেরাই সব ঠিক করে নিয়েছি তাহলে নতুন করে আর মজলিস করার দরকার নেই তো?

পরবর্তী তে স্ত্রী কে জিজ্ঞাসা করেছিলাম এই সব কথা কেনো বললে স্ত্রী বললো তোমার আব্বু আমার বাড়ির লোক আলোচনা করে ভালো ডাক্তার দেখানোর জন্য, বলেছিলাম।

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
يشترط بالاتفاق القصد فى الطلاق، وهو إرادة التلفظ به ولو لم ينو فلا يقع طلاق فقيه يكره ولا طلاق حاك عن نفسه أو غيره لأنه لام يقصد معناه، بل قصد التعليم والحكاية، (الفقه الاسلام وادلته، كتاب الطلاق، باب شروط الطلاق-7/368)
সর্বসম্মতিক্রমে তালাকের জন্য নিজের ইচ্ছা বা দৃঢ় মনোভাব থাকা শর্ত। অর্থাৎ এমন শব্দ উচ্ছারণ করা শর্ত যাতে নিজের ইচ্ছার কথা প্রতিফলিত হয়।যদি তালাকের নিয়ত না থাকে, তাহলে তালাক পতিত হবে না। সুতরাং তালাকের অপছন্দকারী ব্যক্তির তালাক শব্দ বলার দ্বারা তালাক হবে না।
অন্তরের প্ররোচিকা বা অন্তরের প্ররোচিকা দ্বারা তালাক হবে না।কেননা এখানেতো তালাক শব্দের অর্থকে উদ্দেশ্য নেয়া হচ্ছে না।বরং শিক্ষা বা কাহিনি বর্ণনার উদ্দেশ্যে তালাক শব্দ উচ্ছারণ করা হয়েছে। (আল ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু-৭/৩৬৮)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে তালাক হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...