আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
177 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (30 points)
আসসালামু 'আলাইকুম

আমি একজন পাপী। কিন্তুু পাপ করতে চাইনা। আমি কুরআনের একজন মানুষ হতে চাই। চাই যখন কোরআন পড়ি তখন কুরআনের সেই মহাসাগরে ডুব দিই এবং এত বেশী আর গভীরভাবে মনোযোগ দিই যে তাতে যেন দুনিয়ার কোনো খেয়ালই না থাকে। হিফজ করতে চাই। নিজে চেষ্টা করে কিছু কিছু সূরা শিখেছি। আমি জানতে চাই কীভাবে পাঠ করলে আমি কুরআনের একজন মানুষ হবো মানে কুআনের পরিবারভুক্তদের অন্তর্ভুক্ত হবো।?
আর হিফজ কীভাবে করবো?
জীবনে কীভাবে চলবো,  সেইজন্য আপনাদের থেকে কিছু নাসীহা চাই৷

1 Answer

0 votes
by (603,000 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবূ মূসা আল আশ্’আরী (রাঃ) হতে বর্ণিত।
عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَعَاهَدُوا الْقُرْآنَ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَهْوَ أَشَدُّ تَفَصِّيًا مِنَ الْإِبِلِ فِي عُقُلِهَا»
 তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা সবসময় কুরআনের প্রতি লক্ষ্য রাখবে। যাঁর হাতে আমার জীবন নিহিত, তাঁর শপথ, নিশ্চয় কুরআন সিনা হতে এত তাড়াতাড়ি বের হয়ে যায় যে, উটও তত তাড়াতাড়ি নিজের রশি ছিঁড়ে বের হয়ে যেতে পারে না। ( সহীহ : বুখারী ৫০৩৩, মুসলিম ৭৯১, ইবনু আবী শায়বাহ্ ৮৫৬৯, শু‘আবূল ঈমান ১৮০৯, সহীহ আত্ তারগীব ১৪৪৭, সহীহ আল জামি‘ ২৯৫৬,মিশকাত-২১৮৭)

স্বরণশক্তি বৃদ্ধির জন্য সর্বপ্রথম গোনাহকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে,
شَكَوتُ إِلى وَكيعٍ سوءَ حِفظي
فَأَرشَدَني إِلى تَركِ المَعاصي
وَأَخبَرَني بِأَنَّ العِلمَ نورٌ
وَنورُ اللَهِ لا يُهدى لِعاصي
ইমাম শাফেয়ী উনার উস্তাদ ওকি এর নিকট নিজের স্বরণশক্তির অভিযোগ করলে, উস্তাদ ওকি গোনাহ পরিত্যাগের পরামর্শ দিলেন, এবং বললেন যে, ইলম হল এক প্রকার নূর।আর আল্লাহর নূর কখনো কোনো গোনাহগারকে দেয়া হয় না।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কুরআনকে মুখস্থ করার জন্য সকল প্রকার গোনাহকে পরিত্যাগ করতে হবে। এবং সর্বদা তিলাওয়াত করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (603,000 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...