আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ্,
১/ আমার বড় ভাবীর ভাই তিন মাসের মত প্রায় মারা গেছে, তার তিন ছেলে মেয়ে, ছোট ছেলে ৭ বছরের মত।
স্বপ্ন: আমার বড় ভাবী দেখেছেন যে ,
ভাবীর বাবার বাড়ির উঠানে সবাই বসে আছে তখন
তার মৃত ভাই হজের ড্রেস পরে তার ভাইয়ের বাড়িতে চারপাশে ঘুরে ঘুরে দেখতেছে , তখন ছোট ছেলেটা বাবাকে পেয়ে খুশিতে তার ডান হাত ধরে সেও বাবার সাথে ঘুরতেছে কিন্তু কারো সাথে কথা বলতেছে না, সেই ভাইয়ের মাথায় বড় একটা বড় ফোড়ার মতো অর্থাৎ ব্যথা পেলে ফুলে ওঠে যেমন ওভাবে উঠছে, আমার ভাবী তার ভাইকে বলতেছে এ তোর ঐখানে ব্যথা করে না? তখন সে কিছু বলে নাই, এভাবে ঘুরে দেখতেছে তখন ভাবী আবার জিজ্ঞেস করে এ তোর ঐখানে ব্যথা করে না? তখন সে উত্তর দিয়েছে শুধু না। এবং তার বোনকে অর্থাৎ আমার ভাবীকে বলতেছে তোদের যা কিছু তা সব ঠিক করে নিয়ে যা, তোদের কাজ তোরা নিজেরা করে বুঝে নিয়ে যা অর্থাৎ সম্পত্তি কে বোঝাইছেন । তারপরে ঐটা বলার পরে সে বাড়ির গেট দিয়ে তাদের দক্ষিণ দিকে বের হয়ে গেছেন এবং তার ছোট ছেলেটাও তার ঐ হাত ধরা অবস্থায় ই বের হয়ে গেছে তার বাবার সাথে । সবাই তাকায় দেখছে কিন্তু কেউ কোন কথা বলেনি।
২/
মামা মামী ও মামাতো ভাইকে পাশাপাশি কবর দেওয়া হয়েছে এবং কিছুদিন হয়েছে ১৫ দিনের মতো, মামাতো ভাইয়ের স্ত্রী তাদের তিনজনের কবর ওয়াল দিয়ে চারপাশে প্রায় পাঁচ ফুট উঁচু তার পরে ঐ পরিমাণ উঁচু করে মাটি দিয়ে ঢেকে দিসেন । এটা কি জায়েয আছে? বা কোন সমস্যা আছে ?
এটা দেওয়ার পরে মামাতো বোন তার মৃত ভাইকে নিয়ে অনেক খারাপ স্বপ্ন দেখেছেন, আর মামিকে নিয়ে মামির দুই বোন প্রায় একি স্বপ্ন দেখেছেন তাদের দুজনকে ডেকে মামি বলতেছে, দেখে যা কি করতেছে কবরে। অর্থাৎ মামাতো ভাইয়ের স্ত্রী এভাবে মাটি উচু করে চাপা ভাবে দিচ্ছেন আর মামি তার বোনদের ডেকে বলতেছে, দেখে যা ওরা কি করতেছে কবরে ।
এ স্বপ্ন গুলোর ক্ষেত্রে করণীয় কি উস্তাদজী?
৩/ উস্তাদজী , আমি গতকাল রাতে স্বপ্ন দেখেছি, আমার বাম চোখে ছানি পড়ে একেবারে সাদা হয়ে ঢেকে গেছে, ডান চোখ মনি ফ্রেশ আছে কিন্তু বাম চোখ অন্ধ হলে যেমন হয় ওমন হয়ে গেছে, আমার বান্ধবী কে দেখায়ে বলতেছি দেখো আমার চোখে ছানি পড়েছে, তুমি দেখতেছো না? আল্লাহ্ আমার চোখে কি হলো আমার চোখ ঠিক করতে হবে এভাবে বলতেছি।