১/ মহিলা মাদ্রাসাগুলোতে সাধারণত পর্দার আড়াল থেকে পুরুষ উস্তাদ ক্লাস নেন। কিন্তু আমাদের মাদ্রাসায় আমাদের জামাতের মেয়েরা পড়তে চায় না পড়ে না তাই আমাদের বোরকা নিকাব পড়ে সারাসরি ক্লাস নেয়া হয় যাতে মারতে সুবিধা হয়। এখন এভাবে ক্লাস করা কি গুনাহের অন্তর্ভুক্ত হবে? আর মাদ্রাদায় হুজুর মেয়েদের শরীরের আঘাত করেন।এটা কি ঠিক?
( অনেক মাদ্রাসা খুজেছি, এই মাদ্রাসা ছাড়া অন্য মাদ্রাসায় পর্দা ভালোমতো পালন করা হয় না।পর্দা পাতলা হয়। উস্তাদের সাথে হঠাত দেখা হওয়ার আশংকা থাকে।এই মাদ্রাসায় অন্য মাদ্রাসা থেকে ভালোই পর্দার ব্যবস্থা।)
২/কেউ যদি বিতরের ৩য় রাকাতে সুরা মিলানোর পর দুয়ায়ে কুনুত না পড়ে রুকুর জন্য অনেকটুকু ঝুকে পড়ে তবে পুরোপুরি ঝুকেনি আর হাটুতে হাতও দেয়নি তখন যদি তার মনে পড়ে যে সে দুয়ায়ে কুনুত পরেনি আর সাথে সাথে সে তাকবীর বলে কুনুত পড়ে তারপর রুকু করে তাহলে কি তার স্বলাত শুদ্ধ হবে? তার করণিয় কি ছিল?