আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
162 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (38 points)

১/ মহিলা মাদ্রাসাগুলোতে সাধারণত  পর্দার আড়াল থেকে পুরুষ উস্তাদ ক্লাস নেন। কিন্তু আমাদের মাদ্রাসায় আমাদের জামাতের মেয়েরা পড়তে চায় না পড়ে না তাই আমাদের বোরকা নিকাব পড়ে সারাসরি ক্লাস নেয়া হয় যাতে মারতে সুবিধা হয়। এখন এভাবে ক্লাস করা কি গুনাহের অন্তর্ভুক্ত হবে? আর মাদ্রাদায় হুজুর মেয়েদের শরীরের আঘাত করেন।এটা কি ঠিক? 

( অনেক মাদ্রাসা খুজেছি, এই মাদ্রাসা ছাড়া অন্য মাদ্রাসায় পর্দা ভালোমতো পালন করা হয় না।পর্দা পাতলা হয়। উস্তাদের সাথে হঠাত দেখা হওয়ার আশংকা থাকে।এই মাদ্রাসায় অন্য মাদ্রাসা থেকে ভালোই পর্দার ব্যবস্থা।)

২/কেউ যদি বিতরের ৩য় রাকাতে সুরা মিলানোর পর দুয়ায়ে কুনুত না পড়ে রুকুর জন্য অনেকটুকু ঝুকে পড়ে তবে পুরোপুরি ঝুকেনি আর হাটুতে হাতও দেয়নি তখন যদি তার মনে পড়ে যে সে দুয়ায়ে কুনুত পরেনি আর সাথে সাথে সে তাকবীর বলে কুনুত পড়ে তারপর রুকু করে তাহলে কি তার স্বলাত শুদ্ধ হবে? তার করণিয় কি ছিল?

1 Answer

0 votes
by (589,320 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) আপনার প্রথম প্রশ্নটি অস্পষ্ট। যতটুকু বুঝেছি, সেই আলোকে বলছি,

ছাত্র পিঠানো উচিৎ নয়।  পুরুষ শিক্ষক কর্তৃক ছাত্রীদেরকে এভাবে প্রহার করা উচিৎ হচ্ছে না। পুরুষ শিক্ষকরা সর্বদাই পর্দার আড়ালে থেকে ক্লাস নিবেন।এটাই পর্দার সর্বোচ্ছ স্থর। 

(২)
বিতির নামায পড়ার সময়ে কেউ দু'আয়ে কুনুত না পড়ে রু'কুতে চলে গেলে,সে রুকুতেই দু'আয়ে কুনুত পড়বে।যদি রুকুতেও না পড়ে তবে,যেহেতু দু'আয়ে কুনুত ওয়াজিব,তাই নামাযের শেষে সাহু সেজদা দিয়ে দিবে।সাহু সেজদা না দিলে ওয়াক্তের ভিতর হলে নামাযকে আবার দোহরাতে হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/4072

কুনুত সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/2027

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি বিতরের ৩য় রাকাতে সুরা মিলানোর পর দু'আয়ে কুনুত না পড়ে রুকুর জন্য ঝুকে তারপর দাড়িয়ে কুনুত পড়ে নেয়,তাহলেও নামায হবে। তবে শেষে সাহু সিজদা দিতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (589,320 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...