আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ,
শায়েখ, একজন আমাতুল্লাহ এর হায়েজ এর ডেট হচ্ছে ২/৩ তারিখ৷এই মাসে আজকে ৮তারিখেও হয়নি হায়েজ।
আজকে সকাল ১০টায়( সম্ভাব্য সময়) দেখতে পায় যে তার স্রাব হালকা হলুদ, ট্যিসু দিয়ে চেক করা হলে হালকা হলুদ রঙ দেখতে পায় কিন্তু তারপর থেকে আবার সাদাস্রাব যাচ্ছে, এখন রাত কিন্তু তবুও সাদাস্রাব ই যাচ্ছে।
এই সময় টুকুতে সেই আমাতুল্লাহ যোহর,আছর,মাগরিব এবংকি এশার স্বলাত আদায় করেনি।
গত মাসেও এমন হয়েছিলো সেই আমাতুল্লাহ এর।
আমার প্রশ্ন হচ্ছে -
১) হায়েজ এর তারিখ হয়েছে কিন্তু হায়েজ হয়নি, কিন্তু হালকা হলুদ রঙ এর স্রাব দেখার পরে যে নামাজ অফ রাখা হলো,নামাজ কি পড়া উচিত ছিলো??
এমন হালকা হলুদ স্রাব যাবার পরে আবার সাদা স্রাব গেলে কি নামাজ পড়তে থাকতে হবে নাকি অফ রাখতে হবে?
২) ইচ্ছে করে নামাজ কাযা করলে কি গুনাহ হয় না?ইচ্ছে করে নামাজ ছেড়ে দিয়ে পরে কাযা করবো এমন চিন্তা করে নামাজ কাযা করলে কি গুনাহ হবে না?
৩)অনিচ্ছায় নামাজ কাযা হয়ে গেলে কি,পরে আদায় করলে সেই নামাজ এর পূর্ণ সোয়াব পাওয়া যাবে??