বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ তা'আলা বলেন,
خَلَقْنَا الْإِنسَانَ مِن سُلَالَةٍ مِّن طِينٍ
আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি।
ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَّكِينٍ
অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি।
ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ
এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসপিন্ডে পরিণত করেছি, এরপর সেই মাংসপিন্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি, অবশেষে তাকে নতুন রূপে দাঁড় করিয়েছি। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়।
ثُمَّ إِنَّكُمْ بَعْدَ ذَلِكَ لَمَيِّتُونَ
এরপর তোমরা মৃত্যুবরণ করবে
ثُمَّ إِنَّكُمْ يَوْمَ الْقِيَامَةِ تُبْعَثُونَ
অতঃপর কেয়ামতের দিন তোমরা পুনরুত্থিত হবে।
(সূরা আল- মু'মিনুন-১৩--১৬)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আল্লাহ তা'আলা স্পষ্ট উক্ত আয়াত সমূহে উল্লেখ করেছেন যে,
আল্লাহ তা'আলা মানব জাতীর মূল স্বত্ব তথা আদম আঃ কে মাঠি থেকে তৈরী করেছেন,অতঃপর মানব জাতীর বংশধারা বীর্যর মাধ্যমে সংরক্ষিত করে রেখেছেন।
অর্থাৎ আল্লাহ তা'আলা আদম আঃ কে মাঠি থেকে তৈরী করেছেন,অতঃপর সমস্ত মানুষকে বীর্য থেকে তৈরী করেছেন,যে বীর্য ফলমূল থেকে উৎপন্ন হয়েছে।আর ফলমূল মাঠি থেকে তৈরী হয়েছে।