আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
১. দোকানে কোনো বাচ্চা বা ছোট মানুষ চকলেট বা লজেন্স নিতে গেলে অনেক সময় দেখা যায়, দোকানিরা ভালোবেসে বা ছোট মানুষ হিসেবে একটা বা দুটো চকলেট বা লজেন্স বেশি দেয়। এটা নেয়া কি জায়েজ?
২. অনেকসময় নিজেদের সুবিধার্থে ঘড়ির সময় আমরা ৫, ১০ মিনিট এগিয়ে রাখি, এই অবস্থায় কেউ যদি ঘড়িতে কত বাজে জিজ্ঞেস করে, তাকে সেই বাড়তি সময় টা বলে দিলে সেটা তো মিথ্যা হয়ে যায়, এমন টা কি বলা ঠিক হবে?...
নাকি ঘড়ির সময় যে সময়টা নির্দিষ্ট সেটাই রাখবো, যেন এমন পরিস্থিতিতে পড়তে না হয়, আর মিথ্যাও বলতে না হয়!?
৩. কারো সম্পর্কে নিজের অজান্তে গীবত করলে তার কাছে ক্ষমা চাওয়া সম্ভব না হলে, তখন তার জন্য বেশি বেশি দোয়া করে আর তার নামে সাদকাহ করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন তো ইন শা আল্লাহ?...