আসসালামু আলাইকুম, আমার নানি, আমার নানার মৃত্যুর পর মুক্তিযোদ্ধা ভাতা পান , তিনি সেই ভাতার আওতায় লোন তুলে সন্তানদের ভাগ করে দেন , পরবর্তীতে আমি নানা বাড়িতে একদিন বেড়াতে গেলে তিনি আমাকে ১০০০ টাকা দেন আর, বলেন রাখ এটা তুই বড় হইছি তোর তো চলতে টাকা লাগে , অনেক টাকা তুললাম তুই এটা খরচ করিস , তারপর আমি নিয়ে ৫০০ টাকা আমার ধার শোধ করি আর ৫০০ টাকা খরচ করি , এখন কি সেই টাকা খরচ করা আমার জন্য হারাম হয়েছে ?