Assalamualaikum rahmatullahi barkathu,
আপনাদের একটি ফাতাওয়া তে কেনিয়া শব্দ আছে "তুমি দন্ডায়মান হও (দাড়িয়ে যাও)"
১. স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে, স্বামী কোনো ভাবে ঝামেলা টা কে বন্ধ করতে চাইছে , বা স্ত্রী কে কোনো কথা বলছে কিন্তু স্ত্রী কোনো কথাই শুনছে না, তখন স্বামী বিনিয় এর সঙ্গে যদি বলে, " তুমি আমার কথা শোন plz, একটু থাম, চুপ করো, plz একটু দাড়াও, আর ঝামেলা করো না। এই কথা গুলো বলার উদ্দেশ্য হলো, স্ত্রী যেনো একটু চুপ করে স্বামীর কথা শুনে , সে যেনো ঝামেলা না করে। এর জন্য কি তালাক হবে??
২. স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটা কাটি হচ্ছে, স্ত্রী বক বক করেই যাচ্ছে, স্ত্রী কোনো কথা শুনছে না, স্বামী চাইছে স্ত্রী যেনো তার বক্তব্য টা শুনে, কিন্তু স্ত্রী বক কক করছে স্বামী হয়ত বললো দাড়াও , একটু দাড়াও, একটু থামো আমার কথা গুলো শুনে তার পর তুমি কিছু বলো। এক্ষেত্রে তো স্বামী চাইছে ঝামেলা যেনো না হয়। এর জন্য কি তালাক হবে??
৩. " ভাত দিবো না " এমন কথা তে কি কোনো সমস্যা হবে?