আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
117 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (6 points)
আচ্ছালামু আলাইকুম,
আমার একটি প্রশ্ন ছিল যেটি নিচে দেওয়া হলো:

আদম (আঃ) কে আল্লাহ দুনিয়াতে পাঠানোর পরে আদম (আঃ) নাকি খাদ্য কষ্টে ভূগ ছিলেন। খাদ্য খুঁজে পাচ্ছিলেন না। তখন নাকি জিব্রাইল (আঃ) ৭টি গমের বীজ নিয়ে আসলেন। এবং আদম (আঃ) সেগুলি থেকে আটা বানালেন এবং আগুন জ্বালিয়ে রুটি বানালেন।

এখান থেকে যতটুকু বুঝলাম আদম (আঃ) আগে থেকেই আগুন জ্বালানো জানতেন। কথা হল আমরা ছোটবেলায় ইতিহাস বইতে পড়েছিলাম আদিম মানুষ প্রথমে পশুর মাংস কাঁচা খেতেন পরবর্তীতে তারা পাথর ঘষার মাধ্যমে আগুন আবিষ্কার করলেন এবং মাংস পুড়িয়ে খেতে শিখলেন। সুতরাং বই থেকে আমরা জানলাম মানুষ আগে থেকে আগুন জ্বালানো জানতো না কিন্তু ইসলাম বলছে মানুষ আগে থেকেই জানতো। বিষয়টা নিয়ে একটু ব্যাখ্যা করবেন দ্বয়া করে।

1 Answer

0 votes
by (559,140 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

প্রকাশ থাকে যে একটি গায়রে সহীহ রেওয়ায়েতে উল্লেখ আছে যে হযরত আদম আঃ দুনিয়াতে নামার পর সর্বপ্রথম নাবক ফল খেয়েছিলেন।
নাবক ফল বলতে বড়ই ফল উদ্দেশ্য।  কিন্তু উলামায়ের কেরামগন এই রেওয়ায়েতকে গায়রে সহীহ তথা সহীহ নয় বলে আখ্যায়িত করেছেন।

সুতরাং প্রশ্নে উল্লেখিত বর্ণনাটি ভিত্তিহীন ও বানোয়াট।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
অতীব জরুরী ও সাধারণ মাস'আলা মাসাঈল আয়ত্বে না থাকার কারণে দৈনন্দিন জীবনে দ্বীন-ইসলাম পালন করতে, যে সমস্ত দ্বীনি ভাই-বোন থমকে দাড়ান,এবং যাদের দ্বীনি ইলম অর্জনের কাছাকাছি কোনো নির্ভরযোগ্য মাধ্যম নেই, মূলত তাদেরকে দিকনির্দেশনা দিতেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস .....

সুতরাং এমন প্রশ্ন যাতে দ্বীন ও দুনিয়ার কোনো ফায়েদা নেই, তাহা থেকে বেঁচে থাকা উচিত।

العلل المتناہیۃ فی الاحادیث الواہیۃ :

"أنا عبد الرحمن بن محمد القزاز قال أنا أحمد بن علي بن ثابت قال أنا القاضي أبو الحسن علي بن عبد الله بن إبراهيم الهاشمي قال نا أبو عمرو موسى ابن إسماعيل القاضي قال نا يوسف بن يعقوب القاضي قال نا محمد بن أبي بكر المقدمي قال حدثنا بكر بن بكار قال نا ورقاء عن ابن أبي نجيح عن مجاهد عن بن عباس قال: قال رسول الله صلى الله عليه وسلم: "لما أهبط الله تعالى آدم إلى الأرض كان أول ما أكل من ثمارها النبق".

قال المؤلف: "هذا حديث لا يصح قال يحيى بن معين بكر بن بكار ليس بشيء."

(كتاب الأطعمة،حديث في ذكر النبق،166/2،ط:إدارة العلوم الأثرية)

সারমর্মঃ-
ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাঃ বলেছেন, যখন হযরত আদম আঃ দুনিয়াতে নেমেছিলেন,তখন সর্বপ্রথম নাবক ফল খেয়েছিলেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...