Assalamualaikum,
১. তালাকের অধিকার প্রাপ্ত স্ত্রী যদি এমনি বলে আমি যেদিন ওই করবো সেদিন বুঝবা কিছু হবে।( তালাক এর কথা বোঝানো হয়েছে কিন্তু স্ত্রী নিজের ওপর তালাক এর কথা বলেনি , তার মাথায় আসেনি সেই বিষয়)
স্ত্রী যদি সেই কাজ করে, এক্ষেত্রে কি শর্ত তালাক হবে?
২. তালাকের মজলিস না, এমনি একটা কেনিয়া তালাকের বাক্য কথা নিয়ে কথা হচ্ছিলো যেটা কেনিয়া বাক্য না। আমি বলছিলাম কোনো সমস্যা হবে না, স্ত্রী এমনি দুঃখ করে কান্না করছিল, আমি চুপ করতে বলছিলাম , কোনো রকমই শুনছিল না। আমি তাকে হাত দেখিয়ে বলি ওই দিক আসলে তাকে ওইদিক করে কান্না করতে বলতে চাচ্ছিলাম।( আমর ভয় হয়ে জাই কেনিয়া বাক্য বলে)। সঙ্গে সঙ্গে বলি ওই দিক এ গিয়ে কান্না করো । রুম এর এক সাইডে। আমি তাকে বাড়ির বাইরে যাওয়ার কথা বলিনি। আমার কোনো নিয়ত ছিল না এক্ষেত্রে কি কোনো তালাক পতিত হবে??