Assalamualaikum wa Rahmatullahi barkathu,
স্বামী স্ত্রীর বিয়ের আগে সম্পর্ক ছিল। তাদের বিয়ে হওয়া ১ বছর কয়েক মাস হয়েছে। বিয়ের কিছু দিন পর স্বামী স্ত্রীর ফোনে ঝামেলা হয় , এবং স্বামী ফোনে তাকে এক তালাক বলেছিল। স্বামীর স্মরণে যা আছে সেই মুহূর্তে সে আর কোনো শর্ত তালাকের বাক্য বা কেনিয়া বাক্য বলিনি । আর যদি বলে থাকে স্বামীর সেটা স্মরণে নেই সম্পূর্ণ ভাবে ভুলে গিয়েছে, পরবর্তী তে সেই স্ত্রী কে ফিরিয়ে নিয়ে সংসার করছে। স্বামী তার ফোনে অটো কল রেকর্ড অন আছে, সব কল রেকর্ড হয়। যখন অনেক রেকর্ড হয় মেমোরি খালি করার জন্য, তখন ডিলেট করে দেই। হটাৎ একদিন ১ বছর পর একদিন স্বামী তার ফোনের পুরনো ফোন রেকর্ড শুনছিল এবং প্রচন্ড ভয় পেয়ে জাই। সেই খানে মুটামুটি ভাবে চেক করেছে, সেই রকম কিছু পায়নি কিছু রেকর্ড ছিল বিয়ের আগে কার, এবং যখন ফোনে ঝামেলা করে ১ তালাক বলেছিল সেই কল রেকর্ড হয়নি আর সে অনেক টাই নিশ্চিন্ত সেই সময় কোনো তালাক বা শর্ত তালাক এর বাক্য বলিনি আর বললেও সেটা সম্পূর্ণ ভাবে ভুলে গিয়েছে। জাস্ট সন্দেহ , পরে তার ভাবনা হয় হয়ত বিয়ের আগে ও পরে ফোনের কিছু রেকর্ড হয়ত তার স্ত্রীর ফোনে রেকর্ড থাকতে পারে, । সে স্ত্রী র ফোন চেক করে দেখে অনেক রেকর্ড আছে, সে ভয় পেয়ে জাই এবং প্রশ্ন করে,
https://ifatwa.info/83151/ উত্তর পাবার পর সে সব কিছু ডিলেট করে দেই , তার স্ত্রী র ফোন থেকে ও তার ফোন থেকে।
যখন স্বামী ১ তালাক বলেছিল, সেই সময় থেকে পরবর্তী ৮ দিন এর হোয়াটস অ্যাপ ম্যাসেজ চেক করে, সেইখানে কোনো রকম তালাকের বাক্য পায়নি, বা শর্ত তালাক এর বাক্য পায়নি। নরমালি চ্যাট ছিল, তাই আর বেশি চ্যাট পড়েনি , পুরো এক বছর এর চ্যাট পরা খুব কঠিন কাজ। সে তার স্ত্রী র ফোনের চ্যাট স্ত্রী কে ডিলেট করে দিতে বলে। তার ভয় হয় যদি তার স্ত্রী পুরনো চ্যাট পড়ে তার স্ত্রী চ্যাট ডিলিট করে দেই, কিন্তু তার কিছুক্ষন পর স্ত্রী বলে তার চ্যাট ডিলিট না করলেই হতো কারণ বেশিদিন এর চ্যাট ছিলনা। একবার হোয়াটস অ্যাপ ডিলিট করেছিল।
শায়েখ এবার মূল বিষয় হলো স্বামী হোয়াটস অ্যাপ চ্যাট এ তালাকের বাক্য বলেছে কি না কোনো ভাবে সম্পূর্ণ ভাবে নিশ্চিন্ত না । স্বামীর স্মরণে যা আছে তাতে সে সেই রকম কিছু বলেনি , আর যদি বলে থাকে সেটা স্বামী সম্পূর্ণ রূপে ভুলে গিয়েছে। তার ভয় এ সন্দেহ হয়েছে , যেহেতু আগে ১ তালাক হয়েছে তাই তার ভয় হয়েছে। স্বামী চাইছে যা হয়েছে হয়েছে পরিবর্তী তে যেনো কোনো সমস্যা না হয়, সে তার স্ত্রী কে খুব ভালোবাসে। স্বামী র সন্দেহ নিশ্চিন্ত না যে সে তালাক এর বাক্য বলেছে। যেহেতু আগের ৮ দিন এর চ্যাট দেখেছে। পরবর্তী নরমাল চ্যাট ছিল তাই সে পড়েনি।
স্বামী প্রশ্ন করার পর ভেবেছে যেহেতু কল রেকর্ড ডিলেট করা যাবে। তাই হয়ত চ্যাট ও ডিলেট করা যাবে। তাই সে প্রশ্নের জবাব পাওয়ার আগেই তার ফোনের সমস্ত চ্যাট ডিলেট করে দিয়েছে। স্বামী তো নিশ্চিন্ত না , চ্যাট এ তালাকের কোনো বাক্য বলেছে কিনা।
১. রেকর্ড তো আগেই ডিলেট হয়েছে এবং উপরুক্ত ঘটনা অনুযায়ী স্বামী যেহেতু হোয়াটস অ্যাপ চ্যাট ডিলিট করে ফেলেছে এবং রেকর্ড ও ডিলেট করেছে এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে??
তালাক সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হতে হবে??
২. কিছুক্ষন আগে নরমালি যে ফোনের মাসেজ হয় তার চ্যাট চেক করা হয়েছে, সেই খানে তালাক সংক্রান্ত কিছুই পাওয়া যায়নি, এবং স্ত্রী ব্লক অবস্থায় অনেক ম্যাসেজ করেছে, তাই ব্লক ম্যাসেজ বলে সার্চ করে দেখলাম আসলো না। তাই ভাবলাম এই ম্যাসেজ গুলো ডিলিট করে বাকীটা পরে দেখব। কিন্তু ভুল করে সমস্ত ম্যাসেজ ডিলিট করে দিয়েছি। সন্দেহ আছে কোনো তালাক এর বাক্য বলা হয়েছে কিনা। বিয়ের আগে অনেক কথাই হয়েছে , বিয়ের পর ও কিছু কথা হয়েছে বিয়ের আগে শর্ত তালাক এর বাক্য বলেছি কিনা মনে পড়ছে না , বললেও কি বলেছি মনে নেই, কিন্তু তালাকের বাক্য নিয়ে সন্দেহ রয়েছে। প্রথমে তাও চেক করেছি। এই ম্যাসেজ ডিলিট এর জন্য কি কোনো সমস্যা হবে??
৩. বিয়ের পূর্বে কোনো শর্ত তালাক বলেছি কিনা সন্দেহ আছে, বা বিয়ের পর কিছু বলেছি কিনা মনে পড়ছে না। সন্দেহের মধ্যেই আছে। স্ত্রীর কাছে হয়ত এমনি নরমালি ম্যাসেজ আছে তাহলে সেইগুলি কি না দেখে ডিলিট করে দিতে পারি যেহেতু অনেক আগের ম্যাসেজ আর আমার মনে নেই সন্দেহ আছে। স্ত্রী কে খুব ভালোবাসি শায়েখ। ডিলিট করতে পারি?
জানি প্রশ্নটা এলোমেলো হয়েছে, শায়েখ ওয়াসওয়াসা ভাব বেন না । প্রয়োজন মত জবাব দিয়েন।