আসসালামু আলাইকুম,
আমার আব্বুর ২ টা এড্রোয়েড ফোন চুরি হয়েছে মসজিদ থেকে, তার জখন ২য় ফোন চুরি হয় তখন সে মন খারাপ করেছিল আর বলেছিল এখন থেকে সে বাটন ফোন ইউজ করবেন,আমি মেয়ে হয়ে চেয়েছিলাম আব্বুর খুশিত জন্যে কিছু করতে যেনো সে খুশি হয়, তাই আমার জামানো টাকা দিয়ে তাকে একটা ফোন কিনে দেই, এখন দেখা যায় সে ফেসবুক,ইউটিউব দেখে, নাটক দেখে, আমি মুলত দিয়েছিলাম তার খুশির জন্যে আর জেনো ওয়াজ বা ভালো কিছু দেখতে পারে এমন হবে চিন্তা করি নি
এখন এতে কি আমার গুনাহ হবে আমি যে তাকে ফোন দিয়েছি,আমি তাকে বলেছিলাম এমনি যে এইগুলা না দেখে কোরান পর বা এইগুলা তহ নন মাহরাম গুনাহ হবে, মিউজিক হারাম, আমার আব্বু একটু কেমন জানি বদ দোয়ার ভয় লাগে,
হইছে দেখমু বাইচা থাকলে কতদিন চলতে পার এমনি, ইত্যাদি বলে। নিজে রাইট বা সে বলসে এমন এমনটা হইলে সে জিতবে মনভাব, তাই সে কিছু বললে উলটা পালটা আমি ভয়ে বলি না বেশি কিছু,
আমি তহ নেক নিয়তে দিয়েছিলাম এখন এইটাই কি আমার গুনাহ হবে তার এইসব কাজে?