আসসালামু আলাইকুম,
১.কেউ যদি একা একা মনে মনে তালা** কথা চিন্তা করে, এবং মুখে শুধু দিলাম উচ্চারন করে তাহলে কি সমস্যা হবে??? শুধু "দিলাম" উচ্চারণ করছে তাও অস্পষ্ট শব্দে।দিলাম ছাড়া আর কোন কিছুর শব্দ শোনা যায় নি।
২. কেউ যদি ঘুমানোর সময় অনিচ্ছাকৃত মনে মনে তালা** চিন্তা আসার সময় ঘুমের হাই তোলার সময় মুখের বাতাসে " দিলাম " শব্দটা উচ্চারন হয়ে গেলো নাকি এবং সেটা কানে স্পষ্ট শব্দে পৌছেছে নাকি নিশ্চিত না হতে পারলে সমস্যা হবে???
(মনে নিয়ত ছিলো দিলাম না শব্দ উচ্চারণ করা এবং ঘুমের হাই তোলা শেষ হওয়ার সাথে সাথেই মনে মনে বলছে,দিলাম শব্দটা উচ্চারণ করি নায়)। এর জন্য সমস্যা হবে??