আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
কোনো এক ব্যক্তি সৎ, তাকওয়াবান কিন্তু অনলাইনে শয়তানের প্ররোচনায় পড়ে, কোনো এক মেয়ের সাথে অশ্লীল বা দাম্পত্য বিষয়ে বা বাসরে যেগুলা হয় সেগুলা নিয়ে কথা বলেছে মেসেঞ্জারে।
যদিও সেই মেয়ের আইডিতে তার স্বামী ছিলো। তার স্বামী ও ওগুলা বলে আরো আকর্ষণ বাড়িয়ে দিয়েছে।
পরে সেই ব্যক্তিকে তার স্বামী ফোন দিয়ে অনেক কিছু বলছে যে, কষ্ট পাইছি অনেক, মেনে নিতে পারতেছিনা। যদিও ওই মেয়ের সাথে আগে এমন কোনো কথা হয়নি। অর্থাৎ অশ্লীল কথাবার্তা বলেনি।
আজকেই এগুলা হয়ে গেছে তাও তার স্বামী ছিলো সেটা। এখন কি এটা যিনার অন্তর্ভুক্ত? এটা কি তার ওই মেয়েটার সাথে সেক্স বলে যেটাকে সেটা হবে নাকি তার স্বামীর সাথে?
উক্ত ব্যক্তি অনেক অনুতপ্ত, তার স্বামীর কাছেও ক্ষমা চেয়েছে, পা ধরতে চেয়ে ক্ষমা চেয়েছে। আল্লাহর কাছেও বার বার ক্ষমা চাচ্ছে আর তার ভিতর অনেক ভয় কাজ করতেছে যে, আল্লাহ না তাকে পাকড়াও করেন।
তার স্বামী বলেছে যে, তাকে ক্ষমা করে দিয়েছে। এখন উক্ত ব্যক্তি তবুও খুব ভয় পাচ্ছে আল্লাহকে। কেননা এটা বান্দার হ্বক। উক্ত ব্যক্তির উপর কী সেই নারীর সাথেই পাপ বর্তাবে নাকি তার স্বামীর উস্কানিতে সে যেহেতু করেছে তাই মাফ পেয়ে যাবে?
উল্লেখ্য এখানে মেয়েটা ছিলোনা। মেয়েটার জায়গায় তার স্বামী ছিলো।
উক্ত ব্যক্তির করণীয় কী? আর আমি তাকে কীভাবে শান্তনা দিতে পারি? সে খুব ভেঙে পড়েছে। দয়া করে সুন্দর করে একটু বলুন।
জাযাকাল্লহু খইরন।