আসসালমুআলাইকুম ,
শর্ত তালাক নিয়ে একটি প্রশ্ন করেছিলাম , প্রশ্নটির লিংক
https://ifatwa.info/83512/
এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে শর্ত তালাক হবে। খুব দুঃখিত আসলে প্রশ্ন টা সম্পূর্ণ ভাবে করতে পারিনি। পরবর্তী তে কি ভাবে এডিট করবো বুঝতে পারিনি । প্রশ্নটি আরেকবার তুলে ধরছি,
বিয়ের পূর্বে কেউ যদি এমন বলে,
১. বিয়ের পরে স্ত্রী যদি অমুক কাজ করে , তাহলে তুমি তোমার রাস্তা দেখে নিতে পারো।
২. বিয়ের পর স্ত্রী যদি অমুক কাজ করে , তাহলে বৌ কে বলবো বা বলে দিবো তুমি তোমার রাস্তা দেখে নিতে পারো।
এই দুটি বাক্যের মধ্যে দুটোই বলেছে কি না নিশ্চিন্ত না। কোনো একটা বাক্য বলা হয়েছে। নিশ্চিন্ত ভাবে বলা যাচ্ছে না কোন বাক্যটা। এখন স্ত্রী সেই কাজ করেছে , এর দরুন কি শর্ত তালাক হবে??