আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
113 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আসসালামু আলাইকুম। আমার এক বান্ধবী কাউকে না জানিয়ে বিয়ে করে। কিছুদিন পরে বাসায় জানালে পরিবারের সদস্যরা প্রথমে মেনে না নিলেও পরে মেনে নিয়েছে। কিছুদিন আগে দুই পরিবারের মধ্যে ছোট আয়োজন করে আমার বান্ধবীকে নিয়ে যাওয়ার কথা ছিল। ছেলেপক্ষ চাচ্ছিল আমার বান্ধবীকে নিয়ে মেয়ে ১৫দিন পরে বাবার বাড়িতে আসতে দিবে। কিন্তু মেয়েপক্ষ সেটাতে আপত্তি জানায়। পরবর্তীতে ছেলেপক্ষ মেয়েপক্ষের কথা মেনে নেয়। কিন্তু বর্তমানে মেয়েপক্ষ নিজেদের সম্মান জাহির করতে মেয়েকে নিয়ে যাওয়ার ডেট ক্যান্সেল করে দেয়। মেয়েটাএবং ছেলেটা চাচ্ছে সব ঠিক করতে, কিন্তু সবাই নিজেদের সম্মান জাহির করতে ব্যস্ত। মেয়েটা বলছে এগুলোর কারনে তার সমস্যা হচ্ছে, এখন মেয়েটার কি করণীয়? সে কি এভাবেই থাকবে না কি স্বামীর কাছে চলে যাবে?

1 Answer

0 votes
by (61,230 points)
edited by


بسم الله الرحمن الرحيم


জবাব,

হাদীস শরীফে এসেছেঃ  

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلي الله عليه وسلم قَالَ " لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعُ رَحِمٍ "

জুবাইর ইবনু মুত্বঈম (রাঃ) সূত্রে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।

বুখারী (অধ্যায় : আদব, হাঃ ৫৯৮৪), মুসলিম (অধ্যায় : সদ্ব্যবহার)।

وَعَنْ عَبْدُ اللهِ بْنِ أَبِىْ أَوْفٰى قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:لَا تَنْزِلُ الرَّحْمَةُ عَلٰى قَوْمٍ فِيهِمْ قَاطِعُ الرَّحِمِ 

আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, সে সম্প্রদায়ের ওপর আল্লাহ তা‘আলার রহমত নাযিল হবে না, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। 

(মিশকাতুল মাসাবিহ ৪৯৩১,আল আদাবুল মুফরাদ ৬৩,)

প্রশ্নকারী প্রিয় দ্বীনী ভাই বা বোন! 

এজাতীয় রসম বা রেওয়াজ আদায় করতে গিয়ে যদি দুইটি পরিবারের সম্পর্ক ছিন্ন হয় তাহলে উচিত হেকমত অবলম্বন করা। বরং হেকমত অবলম্বন করত সমাধানের দিকে এগিয়ে যাওয়াই শ্রেয়। প্রয়োজনে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় ফায়সালা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...