আসসালামু আলাইকুম।
আমি আত্নীয়ের সাথে যে সম্পর্ক রাখার কথা বলা হয়েছে, তা রক্ষা করি নাই। আমার খালার সাথে ছোটকালে দেখা হয়েছিল, মাঝে আরো তিন চারবার দেখা হয়েছিল, তখনই দু একটি কথা বলা হয়েছিল। এর মাঝে আর কথা বলা আমার বা ওনার পক্ষ থেকে সরাসরি ভাবে প্রায় হয় নাই। ওনার মৃত্যুর আন্দাজে বললে, এক বছর আগে কথা হয়েছিল, তাও উনি আগ বাড়িয়ে কথা বলেছিলেন যতটুকু মনে পড়ে। ওনার মৃত্যুর আগে অসুস্থতার সময়ে যোগাযোগ করি নাই। এতগুলি বছর হিসেব করলে আম্মুরও খুব বেশি একটা যোগাযোগ হত না, মাঝে কিছু দিন ফোনে একটু হত। তবে ওনার মৃত্যুর আগে আম্মু গিয়েছিল। তারা থাকতেন অন্য জেলায়।এক্ষেত্রে যদি গুনাহ হয় আমার, তাহলে কি মাফ চাওয়ার উপায় আছে?