আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
166 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (20 points)
আসসালামু আলাইকুম

আমার বাবা অনেক আগের কথা একজনকে ইনভেষ্ট করতে বলেছিল একটা জায়গার ব্যবসায় কিন্তু পরে লস হয় লোকগুলো পালিয়ে যায় টাকা নিয়ে।যে লোক ইনভেষ্ট করে বলেন ক্ষতিপূরণ দিতে হবে আমার আব্বুকে কারণ আব্বু দিতে বলে ছিল।আব্বু বলে ১০ হাজার দিয়েছে লোকটা।কিন্তু উনি বলেন অনেক বেশি টাকা পাবেন। কিন্তু এটার প্রমাণ দিতে পারে না বেশি টাকা পাবে সেটা।আর লোকটা খুব খারাপ আমরা বলেছি প্রমাণ দিতে পারলে বেশি দিবো কিন্তু দিতে পারে না যা টাকা দিচ্ছি নিচ্ছে না।সে মারা গেছে তার ছেলেগুলো মানে না কোনভাবে টাকা তাদের হাতে দিতে পাচ্ছি না।ব্যবহার তাদের খুব খারাপ।

১/আমার আব্বুর কি ক্ষতি পূরণ আসলে করতে হবে কারণ আব্বু তো জানতো না ওরা টাকা নিয়ে পালিয়ে যাবে?

২/যদি দিতে হয় আব্বু যে পরিমান বলেছে ওটা কি লোকটার জন্য টাকাটা দান করে দিলে হবে?ওদের হাতে টাকা কোন ভাবে দিতে পাচ্ছি না।

৩/ আমার মামাতো বোনের ২৫ লক্ষ টার মত জায়গা আছে।জমি থেকে কিছু পায় না বাবার বাসার জমি।ওইগুলো তিন মেয়ের বিয়ে আর ঘর তুলার জন্য রেখেছেন।কিন্তু তার মেয়েদের শিক্ষা,চিকিৎসা খরচ দিয়ে চলতে কষ্ট হয় ঋণ করতে হয় তাকে কি যাকাত দিতে পারবো?
by (20 points)
আসসালামু আলাইকুম আমাকে উওর দেয়া হয়নি

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
একজনের টাকা এবং অপরজনের শ্রম, এরকম ব্যবসাকে শরীয়তে মুদারাবাহ ব্যবসা বলা হয়। মুদারবাহ ব্যবসা বৈধ। তবে শর্ত হল, পার্সেন্টিস হিসেবে চুক্তি হতে হবে। 

পার্সেন্টিছ হিসেবে উভয় চুক্তিকারী নিজ নিজ হিসসায় যতটুকুর জন্য সম্মত হবে, তারা ততটুকুই মুনাফা পাবে। নির্দিষ্ট পরিমাণ টাকা বা বস্তুকে নির্দিষ্ট  করা জায়েয হবে না। 
قال صاحب الهداية: (وَمِنْ شَرْطِهَا أَنْ يَكُونَ الرِّبْحُ بَيْنَهُمَا مُشَاعًا لَا يَسْتَحِقُّ أَحَدُهُمَا دَرَاهِمَ مُسَمَّاةً) مِنْ الرِّبْحِ لِأَنَّ شَرْطَ ذَلِكَ يَقْطَعُ الشَّرِكَةَ بَيْنَهُمَا وَلَا بُدَّ مِنْهَا كَمَا فِي عَقْدِ الشَّرِكَةِ.(الهداية-3/226)

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/12438

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১+২)
মুদারাবা ব্যবসায় উভয়জন লাভলোকসানে শরীক থাকেন।কেউ কারো বোঝাকে গ্রহণ করবে না এটাই স্বাভাবিক নিয়ম। সুতরাং ব্যবসায় যদি বাস্তবেই লস হয়ে থাকে, এবং ঐ ব্যক্তিও আপনার বাবার সাথে ব্যবসায় শরীক হয়ে থাকে, তাহলে এখন ঐ ব্যক্তি আর কোনো ধাবী দাওয়া করতে পারবে না। হ্যা, আপনারা যদি দিতে চান, তাহলে ঐ ব্যক্তির প্রদত্ব টাকাকে ফিরত দিতে পারবেন।যদি সেই ব্যক্তি বা তার ওয়ারিছরা সেই  গ্রহণ করতে রাজি না হয়, তাহলে দেওয়াটা জরুরী নয়।

(৩)
প্রশ্নের বিবরণমতে ঐ নারীর বাস্তব হাজত থাকলে, তাকে যাকাত দেয়া যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...