আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ্,
উস্তাদজী, অনলাইনে রেকর্ড ক্লাস কোর্স থাকে বিভিন্ন শিক্ষামূলক, যেমন ফ্রিল্যান্সিং, ইংরেজি কোর্স , ওয়েব ডিজাইন এমন আরো অনেক কোর্স একসাথে একটা ফেসবুক পেইজ এর থেকে ৪৯ টাকা দিয়ে কিনেছি, এখন সেই পেইজে জিজ্ঞেস করেছি এগুলো শেয়ার করেছেন এগুলো কি অনুমোদন আছে কিনা, তিনি বলেছেন সরাসরি অনুমোদন নেই তবে আমরা অন্যদের থেকে কিনে আবার নিজেরা বিক্রি করছি। তো এখানে কি ঐ লোকের ইনকাম হালাল হচ্ছে, ? আমার ক্রয় করা কি ঠিক হয়েছে? যেহেতু কেনা হয়ে গেছে আমি যদি এটা ব্যবহার করি তবে কি হালাল হবে? এ ক্ষেত্রে আমার করণীয় কি?