আসসালমুআলাইকুম হুজুর,
আমি একটা বিষয়ে নিয়ে খুবই মানসিক পীড়া তে আছি । তাই বিষয় টা আপনার কাছে জানতে চাচ্ছি। অনুগ্রহ করে জানাবেন।
১. বিয়ের পূর্বে কেউ যদি কোনো শর্ত দিয়ে বলে ডিভোর্স দিবো, ছেড়ে দিব ( ভবিষ্যত্ সূচক বাক্য বলেছে , ভবিষ্যত্ সূচক বাক্য ছাড়া এমনি বলেছে কিনা সন্দেহ রয়েছে সিওর হতে পড়ছে না), এই রকম কথা বললে কি তালাক পতিত হবে??
২. বিয়ের পূর্বে , বন্ধুদের সামনে কোনো একটা শর্ত বলেছে , দিয়ে বলেছে এই রকম হলে ডিভোর্স। এখন সে কোন কথা বলেছে সেই নিয়ে দ্বিধার মধ্যে রয়েছে, এখন তার চার টা বিষয় মাথায় আসছে সে হয়ত এই চার টার মধ্যে কিছু একটা বলেছে, কোনো টার ওপর বেশি সন্দেহ হচ্ছে, কোনো টার কম । কোনটা বলেছে সিওর না।
তার স্ত্রী সেই চার টা সন্দেহের মধ্যে একটা কাজ করলো তাহলে কি তালাক হবে?? বা স্ত্রী সব কাজ গুলোই করলো তাহলে কি তালাক হবে??