১. কোন ব্যক্তির অভারল ইনকাম হালাল - হারাম মিশ্রিত। এমতাবস্থায়, ঐ ব্যক্তি যদি তার নিশ্চিত হারাম উপায়ে অর্জিত কোন টাকা থেকে কিছু খাওয়ায় বা গিফট দেয় অন্য কাওকে। তাহলে যাকে খাওয়ানো হয়েছে বা গিফট দেওয়া হয়েছে, তার কি ঐ পরিমাণ সওয়াব এর নিয়্যাত ছাড়া সাদাকাহ করতে হবে অথবা যিনি গিফট দিয়েছেন / খাওয়াইছেন তাকে ফেরত দিতে হবে?
যদিও সে ব্যক্তি হারাম টাকা থেকে খাওয়াইছে, কিন্তু দিন শেষে অই ব্যক্তির অভারল ইনকামে হালাল হারাম মিশ্রিত থাকে। তাই, এই যে অন্য ব্যক্তিকে খাওয়ানো বা গিফট দেওয়া হল হারাম টাকা থেকে, অভারল ইনকাম বিবেচনায় অই অংশটুকু জায়েজ ইনকাম থেকে ধরার কোন অবকাশ আছে?
২. কোন ব্যক্তি যদি হারাম - হালাল মিশ্রিত টাকা দিয়ে বাড়ি নির্মাণ করে যেখানে হারাম - হালালের পরিমাণ নিশ্চিত নয়। প্রতি মাসে বাড়ি ভাড়া থেকে ইনকাম আসে। মালিকরা এই বাসাতেই বসবাস করে এবং অন্যান্য সুবিধা নেয় এই বাড়ি থেকে।
এখন, যাই ভোগ করা হচ্ছে এই সম্পত্তি থেকে, এই ভোগকৃত বিষয়াদির হারাম অংশ সাদাকাহ না করা হলে সাওয়াবের নিয়ত ছাড়া, তাহলে কি সম্পূর্ণ ভোগকৃত বিষয়াদি হারাম বলে গণ্য হবে? নাকি যেহেতু কিছু হালালের পরিমাণ আছে সম্পদে, তাই ভোগকৃত বিষয়াদির কিছু অংশ হালাল হবে?
৩. কোন ব্যক্তির নিকট হারাম সম্পত্তি থাকলে, তা সাওয়াবের নিয়ত ছাড়া সাদাকাহ করলে যথেষ্ট হবে?