শরীয়তের বিধান মতে সংরক্ষিত প্রকাশনায় প্রকাশকের অনুমতি ব্যতীত ঐ প্রকাশনার কোনো বই কপি করা যাবে না,পিডিএফ বানানো যাবেনা।
তাদের অনুমতি ব্যাতিত এহেন কাজ খুবই অন্যায়
,
এটি উক্ত প্রকাশনীর সাথে ধোকা দেওয়া হবে।
,
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত বই গুলি যদি সংরক্ষিত প্রকাশনার হয়ে থাকে,সেক্ষেত্রে সেই প্রকাশনীর অনুমতি নিয়ে এসব পিডিএফ অথবা Apps তৈরি করা হলে সেসব বইয়ের পিডিএফ অথবা Apps পড়তে কোনো সমস্যা নেই। তবে সেই প্রকাশনীর অনুমতি ব্যাতিত এসব পিডিএফ অথবা Apps তৈরি করা হলে সেসব বইয়ের পিডিএফ অথবা Apps পড়া যাবেনা।
★প্রশ্নে উল্লেখিত বই গুলি যদি সংরক্ষিত প্রকাশনার না হয়ে থাকে,সেক্ষেত্রে সেসব বইয়ের পিডিএফ অথবা Apps পড়তে কোনো সমস্যা নেই।
(০২)
সেই বই ক্রয় করার নিয়ত অন্তরে রেখে উক্ত কিতাবের পিডিএফ করা যাবে।
তবে সংরক্ষিত প্রকাশনার হয়ে থাকলে সেই প্রকাশনীর সাথে সতর্করামূলক যোগাযোগ করা উচিত।
আরো জানুনঃ-
(০৩)
সংরক্ষিত প্রকাশনার হয়ে থাকলে সেই বইয়ের পিডিএফ পড়তে পারবেননা।
(০৪)
না,পারবেনা।
এক্ষেত্রে তাকে ইশরাকের ওয়াক্তে পুনরায় অযু করে নিতে হবে।
(০৫)
আপনি যদি হালাল টাকায় তাহা শোধ করেন,তাহলে আপনার সেই ধার নেয়া টাকা হালালই হবে।