আসসালমুআলাইকুম শায়েখ,
https://ifatwa.info/82714/ আগের প্রশ্নের লিঙ্ক। শায়েখ আপনি সম্পূর্ণ উত্তর দেননি। আমি আপনার কাছে অনুরোধ করছি । দয়া করে আমাকে আমার বিষয় টা পড়ে আমাকে বলে দিন কোনো তালাক পতিত হবে কিনা। আমি আপনার কাছে সাহায্য চাইছি দয়া করে বলে দিন। Plz শায়েখ। Plz উত্তর দিবেন।
১.বিয়ের পূর্বে আমি আমার বন্ধু দের সামনে বলতাম , বিয়ের পর আমার স্ত্রী যদি আমার বাবা মায়ের দেখা সোনা না করে, বা খারাপ ব্যাবহার করে তাহলে ডিভোর্স দিয়ে দিবো। বা বলতাম ডাইরেক্ট ডিভোর্স, বা বলতাম বাপের বাড়ি রেখে আসবো, এই রকম বলতাম, এর জন্য কি শর্ত তালাক হবে?? আমার স্ত্রী যদি বাবা মায়ের দেখা সোনা না করে তাহলে কি তালাক পতিত হবে??
আমার স্ত্রীর সঙ্গে আমার বিয়ের আগে প্রেম ছিল, সম্পর্ক ছিল , যখন ফোনে গল্পঃ হতো বিয়ের আগে, তখন হয়তো তাকে বলেছি , বিয়ের পর যদি অমুক কাজ করো তাহলে তালাক । বা বলতাম আব্বা মা এর দেখা সোনা না করলে ডিভোর্স দিবো, বা তালাক এই রকম বলতাম এখন বিয়ের পর যদি স্ত্রী সেই কাজ করে, তাহলে কি তালাক পতিত হবে?? বা আব্বা মার দেখা শোনা না করে তাহলে কি তালাক পতিত হবে??
২. কেউ যদি বিয়ের পূর্বে বলে, আমার যার সঙ্গে বিয়ে হবে ,বা আমি যাকে বিয়ে করবো , বিয়ের পর অমুক কাজ করে তাহলে, ডিভোর্স দিবো বা তালাক । এক্ষেত্রে কি শর্ত তালাক হবে?? ((এক্ষেত্রে আমি যাকে বিয়ে করবো, বা আমার সাতে যার বিয়ে হবে এমন বাক্য বলা হয়েছে কিনা কনফ্রম না মনে হচ্ছে বলেছে আবার সন্দেহ হচ্ছে। কিন্তু এমন বলেছে বিয়ের পর অমুক কাজ করলে ডিভোর্স) এক্ষেত্রে কি তালাক পতিত হবে?
৩. কেউ যদি বিয়ের পূর্বে যদি এমন বলে , আমি বিয়ের আগে মেয়ের সাতে কথা বলবো, বা যার সঙ্গে বিয়ে হবে তার সঙ্গে কথা বলবো। দিয়ে বলবো এইসব কাজ করা যাবে না , করলে ডাইরেক্ট ডিভোর্স দিবো বা ডিভোর্স । আগে থেকে বলে রাখবো। যাতে বিয়ের পর কোনো সমস্যা না হয় , এই রকম বলা হলে কি শর্ত তালাক হবে?? এই সব কথা ভুলে গিয়ে দিয়ে হয়ত অনেক বছর পর বিয়ের আগে তার স্ত্রী র সঙ্গে গল্পঃ করতে করতে বলেছে বিয়ের পর অমুক কাজ করলে ডিভোর্স । এক্ষেত্রে কি সর্ত তালাক হবে??
৪. বিয়ের পর বউ কথা না শুনলে ডাইরেক্ট ডিভোর্স , এমন বললে কি তালাক হবে?