জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-
وَ مَا تَشَآءُوۡنَ اِلَّاۤ اَنۡ یَّشَآءَ اللّٰہُ رَبُّ الۡعٰلَمِیۡنَ ﴿۲۹﴾
আর তোমরা ইচ্ছে করতে পার না, যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছে করেন।
(সুরা তাকভির ২৯)
وَ الَّذِیۡنَ جَاہَدُوۡا فِیۡنَا لَنَہۡدِیَنَّہُمۡ سُبُلَنَا ؕ وَ اِنَّ اللّٰہَ لَمَعَ الۡمُحۡسِنِیۡنَ ﴿۶۹﴾
আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, আমরা তাদেরকে অবশ্যই আমাদের পথসমূহের হিদায়াত দিব। আর নিশ্চয় আল্লাহ্ মুহসিনদের সঙ্গে আছেন।
(সুরা আনকাবুত ৬৯)
) جهاد ও مجاهدة এর আসল অর্থ দ্বীনের পথে বাধা বিপত্তি দূর করার জন্যে পূর্ণ শক্তি ব্যয় করা। এখানে এ নিশ্চয়তা দান করা হচ্ছে যে, যারা আল্লাহর পথে আন্তরিকতা সহকারে পূর্ণ শক্তি ব্যয় করবে তাদেরকে মহান আল্লাহ তাদের অবস্থার ওপর ছেড়ে দেন না। বরং তিনি তাদেরকে পথ দেখান এবং তাঁর দিকে যাওয়ার পথ তাদের জন্য খুলে দেন। তারা তাঁর সন্তুষ্টি কিভাবে লাভ করতে পারে তা তিনি প্রতি পদে পদে তাদেরকে জানিয়ে দেন।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
১ম আয়াত থেকে সাব্যস্ত হয় যে আল্লাহ ইচ্ছা করলেই কেবল বান্দা সেই কাজ করতে পারবে।
আর ২য় আয়াত থেকে প্রমাণিত হয় যে বান্দা আল্লাহর পথে সর্বাত্মক প্রচেষ্টা চালালে আল্লাহ তায়ালা তার পথ খুলে দিবেন,হেদায়াত দিবেন।
সুতরাং এক্ষেত্রে সারাংশ দাঁড়ায়,আল্লাহ ইচ্ছা না করলে বান্দা কোনো কাজ করতে পারবেনা।
তবে আল্লাহ তখনই ইচ্ছা করবেন,যখন বান্দা সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।
সুতরাং ২য় নং প্রশ্নের কথাটি সহীহ নয়।