শায়েখ সব ধরনের জিকির শুধু আল্লাহর জন্য। আবার আমরা যে সূরা পাঠ করি হোক সেটা নামাযে, কিংবা কুরআন পাঠের সময় কিংবা এমনিতে,এগুলাও শুধু আল্লাহর জন্য মানে আল্লাহই একমাত্র মালিক।
আমার প্রশ্ন হলো সূরা তে বিভিন্ন বিষয় নিয়ে বলা হলেও তার মালিক আল্লাহ একাই মানে আল্লাহর একার জন্য। তাশাহুদ এ আল্লাহর প্রশংসা এর পাশাপাশি নবী (সা) এর উপর রহমত বর্ষণের কথা বলা আছে।আবার নেককার বান্দাদের জন্যও বলা আছে। এটার মালিক ও কি আল্লাহ একাই। মানে এটাও কি শুধু আল্লাহর জন্য? রূকু, সিজদাহ এর মতো।
আমাকে একজন বলেছিলেন যে তাশাহুদ এর এক এক পার্ট এক এক জনের জন্য। কিন্তু আমি সূরা এর কথা ভাবলাম, তখন এই প্রশ্ন আসলো।