ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বুদ্ধিমত্তার সাথে দাওয়াত দেওয়া সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন,
ادْعُ إِلِى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُم بِالَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ -
অর্থাৎ : আপনি পালনকর্তার পথের দিকে আহবান করুন জ্ঞানের কথা বুঝিয়ে ও শুনিয়ে উত্তম রুপে এবং তাদের সাথে বিতর্ক করুন পছন্দ যুক্ত পন্থায়। নিশ্চয় আপনার পালন কর্তাই ঐ ব্যক্তি সম্পর্কে বিশেষ ভাবে জ্ঞাত রয়েছেন, যে তার পথ থেকে বিচ্যুতি হয়ে পড়েছে এবং তিনিই ভাল জানেন তাদেরকে যারা সঠিক পথে আছে। (সূরা নাহল আয়াত ১২৫)
মন্দের মোকাবেলায় ভাল দিয়ে দাওয়াত দেওয়া সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন,
وَلَا تَسْتَوِي الْحَسَنَةُ وَلَا السَّيِّئَةُ ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ -
অর্থাৎ ভাল ও মন্দ সমান নয়। জওয়াবে তাই বলুন যা উৎকৃষ্ট। তখন দেখবেন আপনার সাথে যে ব্যক্তির শত্রুতা রয়েছে, সে যেন অন্তরঙ্গ বন্ধু। (সূরা হামিম সিজদাহ আয়াত- ৩৪)
মর্যাদাবান ব্যক্তির মর্যাদার দিকে লক্ষ্য রেখে দাওয়াত দান করতে আল্লাহ তা'আলা বলেন,
اذْهَبَا إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ ০ فَقُولَا لَهُ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهُ يَتَذَكَّرُ أَوْ يَخْشَىٰ -
“ তোমরা ফেরাউনের কাছে যাও, কেননা সে সীমা লংঘন কারী হয়ে গেছে। তার সাথে নম্রভাবে কথা বলবে; সম্ভবতঃ সে উপদেশ গ্রহণ করবে কিংবা ভয় পেয়ে যাবে।” (ত্বাহা- ৪৩,৪৪)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)হাদিসে এসেছে-
গুনাহগারদের সাথে উঠা-বসা তথা আন্তরিক বন্ধুত্বের কারণে আল্লাহ তা'আলা অন্তরকে গুনাহগারদের ন্যায় করে দেন। তবে দাওয়াতের নিয়তে সাময়িক সম্পর্কে রাখলে, তাতে কোনো সমস্যা হবে না।
সুতরাং হিকমতের নামে সরাসরি তার ভুল না ধরে দুআর পাশাপাশি দিনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে তার সাথে আলোচনা করলে, তার সাথে সম্পর্ক রাখলে এ হাদিসের হুমকির মধ্যে পরবে না।
(২) সরাসরি ভুল ধরা যাবে না। সূরা হামিম সিজদাহর ৩৪ নং আয়াত থেকে এটাই বুঝা যাচ্ছে।
(৩)সরাসরি ভুল ধরে দেয়ায় যদি সে দিন থেকে দূরে সরে যায়, তাহলে এজন্য যদিও আপনার গুনাহ হবে না।তবে ভূল না ধরাই উচিৎ ও কাম্য ছিলো।
(৪)আপনি সর্বদাই হিকমাহর সাথে ভুল না ধরে দাওয়াত দিবেন। চেষ্টা করবেন যাতেকরে ভুল না ধরে সংশোধনে নিয়ে আসা যায়।