আসসালমুআলাইকুম প্রিয় উস্তায,
উস্তায আমি আপনাকে কিছু প্রশ্ন করেছিলাম। আপনি অনেক মেহেরবানী করে উত্তর দিয়েছিলেন, যার ফলে আমি অনেক চিন্তা মুক্ত হয়েছি। আগের লিংক https://ifatwa.info/82229/ উস্তায আমি একটা নতুন চাকরী পেয়েছি, মাথায় চিন্তা নিয়ে সমস্ত কাজ করা যায়না তাই আপনার কাছে অনুরোধ করছি আর একটা বার সাহায্য করুন। শুধু এইটুকু জানাবেন এক্ষেত্রে কোনো তালাক হবে কিনা শুধুমাত্র এইটুকু জানালেই হবে। আপনি আমাকে আর একটা বার সাহায্য করুন, নিশ্চিন্ত হয়ে তাহলে অফিস এর কাজ করতে পারবো ইনশাআল্লাহ।
* উস্তায খাতায় কোনো তারিখ, বা দরকার এ কম্পিউটার এ কোনো সংখ্যা লিখলে, বা কম্পিউটার এর তারিখ দেখতে গিয়ে কোনো সংখ্যা তে ক্লিক করলে , কোনো টাকা পয়সার হিসেব লিখলে জাই কোনো সংখ্যা লিখছি বা বলছি সেই সময় সেই সংখ্যা নিয়ে মনে মনে তালাকের ভাবনা হয়ে যাচ্ছে,। বা সেই সংখ্যা মনে করে মনে মনে তালাক বলা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি তালাক পতিত হবে?? সবসময় যেকোনো টাকার অঙ্ক বলতে গিয়ে, লিখতে গিয়ে আগে পরে সবসময় এই রকম মনে হচ্ছে। আমার কোনো নিয়ত নেই, আমার কোনো ইচ্ছা নেই তাও এই রকম ভাবনা হয়ে যাচ্ছে বা মনে মনে বলে হয়ে হচ্ছে। যখন কোনো সংখ্যা বলছি দিয়ে মনে মনে তালাক এর ভাবনা হচ্ছে বা মনে মনে বলা হচ্ছে, তখন শয়তানের পাল্লায় মনে হচ্ছে আমি হয়ত সত্যি সত্যি বলছি বা লিখছি এই রকম মনে হচ্ছে উস্তায এর জন্য কি কোনো তালাক পতিত হবে? পরবর্তী তে যদি আবারও যদি সংখ্যা লিখতে গিয়ে ব বলতে গিয়ে এইরকম মনে হয়, বা মনে মনে বলা হয়ে জাই তাহলে কি তালাক পতিত হবে??
*উস্তায অফিস এ কাও কে টাকা দিলে, বা কোনো মেডিসিন দিলে সেইটা লিখে রাখতে হয়। আমি হয়ত লিখলাম অমুক ব্যাক্তি কে এতো টাকা দিলাম। সঙ্গে সঙ্গে তালাকের ভাবনা হচ্ছে । সেক্ষেত্রে কি কোনো তালাক পতিত হবে?? বা মোবাইল এ প্রশ্ন করতে গিয়ে টাইপিং মিসটেক হয়ে ভুল করে তালাক লিখা হয়ে গেলে , খুব ভয় হচ্ছে সেক্ষেত্রে কি কোনো তালাক হবে?? এই সব ঘটনা হচ্ছে তার পর এইসব যখন প্রশ্ন করছি তখন শয়তানের পাল্লায় মনে হচ্ছে যেনো সত্যি সত্যি এইরকম মনে হচ্ছে। এর জন্য কি কোনো তালাক পতিত হবে??
প্রিয় উস্তায ইনশাআল্লাহ আর প্রশ্ন করবনা আপনি শুধু এইটুকু বলে দিন ওপরের যে ঘটনা গুলো বললাম এর জন্য কি কোনো তালাক পতিত হবে? শুধু এইটুকু বলে দিন ।