জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ-
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالْمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ. تَابَعَهُ عَمْرٌو أَخْبَرَنَا شُعْبَةُ.
আবদুল্লাহ ইবনু ’আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহর লা’নাত সে পুরুষদের ওপর যারা নারী সাদৃশ্য ধারণ করে এবং সে সকল নারীদের ওপর যারা পুরুষ সাদৃশ্য ধারণ করে।
(বুখারী ৫৮৮৫, সহীহুল জামি‘ ৫১০০, আল জামি‘উস্ সগীর ৯২৩১, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২০৬৮, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৬৪৯৩, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১১৪৮১, আল মু‘জামুল আওসাত্ব ১৪৩৫।)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
পুরুষ সাহাবিদের নামে মেয়ে বাচ্চাদের নাম রাখা যাবেনা।
,
এক্ষেত্রে পুরুষদের নামের সাথে সাদৃশ্যতা চলে আসে।
পাশাপাশি বড় একটি সমস্যা হলো এক্ষেত্রে শুধু নাম দেখলে অনেকে তাকে ছেলে হিসেবে ধরে নিতে পারে,এতে সে তার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হবে।
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে মহিলা সাহাবিদের নামে নামকরণ এর পরামর্শ থাকবে।