বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ওজুর ফরয চারটি যথাঃ-
(১)
চুলের গুড়া থেকে তুথনীর নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মূখ ধৌত করা।
(২)
দুনু হাত কনুই সহ ধৌত করা।
(৩)
দুনু পা টাখনু সহ ধৌত করা।
(৪)
মাথার এক চতুর্তাংশ মাসেহ করা।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
পায়ের আঙ্গুলের দিকে পানি ঢেলে দিয়ে পা'কে ধৌত করে নিলেই হবে।
পা' কে উল্টিয়ে ধৌত করার কোনো প্রয়োজনিয়তা নাই।
(২)
হাতের তালু দুটি পাশাপাশি মাটিতে রেখে, হাতের পিঠের উপর সেজদা করলে নামায হয়ে যাবে।কেননা কপালে শক্ততা অনুভূত হবে এবং কপাল এক জায়গায় স্থীর হয়ে যাবে। হ্যা, জমিনেই কপাল ঠেকিয়ে সিজদা করাই উচিৎ ও উত্তম।
"(وشرط سجود) مبتدأ ومضاف إليه (فالقرار) خبر بزيادة الفاء (لجبهة) أي يفترض أن يسجد على ما يجد حجمه بحيث إن الساجد لو بالغ لا يتسفل رأسه أبلغ مما كان عليه حال الوضع، فلا يصح على نحو الأرز والذرة، إلا أن يكون في نحو جوالق، ولا على نحو القطن والثلج والفرش إلا إن وجد حجم الأرض بكبسه."
(كتاب الصلاة،باب صفة الصلاة،فرائض الصلاة،1/ 454،ط:سعيد)