ওআলাইকুম ওয়াস্সালাম.
বিসমিল্লাহির রাহমানির রাহিম.
বিবাহের ক্ষেত্রে বর-কণের করণীয় সমূহের মধ্যে অন্যতম একটি হলো ‘‘পাত্র-পাত্রী’’ দেখা.. কিন্তু সে সম্পর্কেও সুনির্দিষ্ট দিক-নির্দেশনা ইসলামে রয়েছে। মুহাম্মাদ (সাঃ) এর নির্দেশনা থেকে এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যায়। রাসূল সা. বলেন-
“তোমাদের কেউ যখন নারীকে বিবাহের প্রস্তাব দেয়, অতপর তার পক্ষে যদি ওই নারীর এতটুকু সৌন্দর্য দেখা সম্ভব হয়, যা তাকে মুগ্ধ করে এবং মেয়েটিকে (বিয়ে করতে) উদ্বুদ্ধ করে, সে যেন তা দেখে নেয়।” (বাইহাকী, সুনান কুবরা : ১৩৮৬৯)
অপর এক হাদীসে রয়েছে, আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন,“আমি মহানবী (সাঃ) এর কাছে ছিলাম। এমতাবস্থায় তাঁর কাছে এক ব্যক্তি এসে জানাল যে, সে একজন আনসারী মেয়েকে বিয়ে করেছে। তখন রাসূল (সাঃ) তাকে জিজ্ঞেস করলেন, ‘তুমি কি তাকে দেখেছো?’ সে বললো, না। তিনি বললেন, যাও, তুমি গিয়ে তাকে দেখে নাও। কারণ আনসারীদের চোখে (সমস্যা) কিছু একটা রয়েছে।” (মুসলিম : ৩৫৫০)
কিন্তু বর্তমানে প্রযুক্তির আশ্রয়েও পরস্পর পরস্পরকে দেখে নেয়া যায়. এক্ষেত্রে এটি নাজায়েয হওয়ার কোন কারণ স্পষ্ট নয়। সরাসরি নাজায়েয না হলেও ; এতে সতর্কতা কাম্য। কারণ (আল্লাহ হেফাযত করুন) এখানে ছবিটি ভিন্ন খাতে প্রবাহিত হওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই যথাসম্ভব তা এড়িয়ে যাওয়াই শ্রেয়। (আল্লাহু আলাম)
আরিফুল ইসলাম
ফিক্হ ডি. আই ও এম।