আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
143 views
in সুন্নাহ-বিদ'আহ (Sunnah and Bid'ah) by (2 points)
আসসালামু আলাইকুম শাইখ,
এক পরিচিতার বাড়িতে একটি দূর্ঘটনা ঘটেছে। তাদের বাড়ির ছাদে তাদের ১৮ বছরযাবত দায়িত্বরত কেয়ারটেকার হঠাৎ আত্মহত্যা করেছে। তারা সহ বাড়িরসকল ভাড়াটিয়া পাড়া-প্রতিবেশী দুঃখিত, ভীত-সন্ত্রস্ত অবস্থায় দিনাতিপাত করছে।
এমতাবস্থায় কি কোন নির্দিষ্ট দিন ফিক্স না করে শুক্রবারে (যেহেতু সবাই বাসায় থাকে এই দিন) সকল ভাড়াটিয়াদের সহ বাড়িতে কিছু আলেমদের ডেকে এই বিষয়ে আলোচনা ও দুআর ব্যবস্থা করা যাবে?
এক্ষেত্রে শরয়ী কোন বাধা আছে কিনা?

মানসিকভাবেও যাতে সকলকে এবং পরিবেশটাকে হালকা করা যায় নিয়ত ও উদ্দেশ্য এটাই।

জাযাকাল্লাহু খাইরান।

1 Answer

0 votes
by (63,450 points)
edited by
           بسم الله الرحمن الرحيم
জবাব,
https://www.ifatwa.info/9211 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
এ হাদীস দ্বারা যদিও আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামী বলে মনে হচ্ছে। কিন্তু বিষয়টি আসলে এমন নয়। বরং আত্মহত্যাকারী ব্যক্তি যদি ঈমানদার হয়, আর ঈমানের সাথেই যদি মৃত্যুবরণ করে থাকে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হতে পারে না। চিরস্থায় জাহান্নামী হবে কেবল কাফের-মুশরিকরা। কোন মুসলমান চিরস্থায়ী জাহান্নামী হতে পারে না। তবে দীর্ঘস্থায়ী জাহান্নামী হতে পারে। এ হাদীস দ্বারা উদ্দেশ্যও এটাই। আরবের পরিভাষায় خالدا مخلداশব্দ, যার অনুবাদ করা হয়, “চিরকাল”মূলত এর দ্বারা আরবের লোকেরা কখনো কখনো দীর্ঘস্থায়ী অবস্থাকে বুঝিয়ে থাকেন। উক্ত হাদীসেও উদ্দেশ্যও দীর্ঘস্থায়ী হওয়া। চিরস্থায়ী হওয়া নয়। [দ্রষ্টব্য শরহু সহীহিল বুখারী লিইবনে বাত্তাল, উমদাতুল কারী}

এক কথায় আত্মহত্যা করা কবীরা গোনাহ। আর কবীরা গোনাহ তওবা দ্বারা মাফ হয়ে যায়। কিন্তু আত্মহত্যাকারী ব্যক্তির তওবার কোন সুযোগ নেই। কিন্তু তওবা না করলেও আল্লাহ তাআলা ইচ্ছে করলেই উক্ত ব্যক্তিকে নিজ রহমতে মাফ করে দিতে পারেন। কিংবা তাকে দীর্ঘস্থায়ী শাস্তি দিতে পারেন। বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/759
শুধুমাত্র কাফির বা অমুসলিমের জন্য দু'আ করা নিষেধ। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/901
যেহেতু আত্মহত্যাকারী কাফির নয়, তাই আত্মহত্যাকারীর জন্য দু'আ করা নিষেধ হবে না।বরং দু'আ করা যাবে। এবং জানাযাও পড়া যাবে।হ্যা, দ্বীনি বিষয়ে অনুসরণীয় ব্যক্তিবর্গ আত্মহত্যাকারীর জনাযায় শরীক না হওয়াই উচিৎ ও কাম্য। কেননা এতেকরে আত্মহত্যার প্রবণতা দিন দিন বেড়ে যাবে।

প্রশ্নকারী প্রিয় দ্বীনি ভাই / বোন!
মাইয়্যেতর দোয়া উপলক্ষে দিন তারিখের রসম বা প্রথা পরিহার করে স্বাভাবিক ভাবে দোয়া করা জায়েয আছে এবং উক্ত বিল্ডিংয়ে দ্বীনি আলোচনার মজলিস করাও জায়েয আছে। 

(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...