১.আমার হাতে ৪টি অপশন আছে,
এমতাবস্থায় আমি কোন অপশন সিলেক্ট করবো তা জানতে ইস্তিখারা করবো নাকি একটা সিলেক্ট করে এরপর ওইটার জন্য ইস্তিখারা করবো?
এই বিষয়ে হাদিসে উল্লেখ এবং সাহাবিদের আমল কেমন ছিল একটু জানতে পারলে ভালো হয়.
২.তাওবা ইস্তিগফার ঠোট না নেড়ে মনে মনে করা হলে কি আল্লাহ তা'আলার নিকট গ্রহণযোগ্য হবে?
মাঝে মধ্যে আমাদের অন্তরে অনেক খারাপ খেয়াল চলে আসে যেমন পাপ কাজের খেয়াল,বিভিন্ন ধরণের আল্লাহ তা'আলার অবাধ্যতার খেয়াল, কুফরি চিন্তা অথবা অতীতের গুনাহের কথা স্বরণ হয় যেটা থেকে তাওবা করে নেয়া জরুরি ইত্যাদি। আমার এমন সময় এসব খেয়াল আসে যখন আমি কোন কাজ করছি,কথা বলছি, কিছু শুনছি বা আমার মনোযোগ কিছুতে লেগে আছে । তখন এমন চিন্তা আসলে কি ওই কাজ থেকে মনকে ফারেগ করে ঠোঁট নেড়ে তাওবা ইস্তিগফার করতে হবে নাকি মনে মনে করলেই হবে।
৩.ঘন ঘন বায়ু নির্গমনের কারণে মাযুর ব্যাক্তি ইশরাকের ওয়াক্তের সালাত পড়তে পারবে? ফযরের আজু বাতিল ভেবে নতুন অজু করতে হবে?