আসসালামু আলাইকুম। একজনের মাধ্যমে একটি কোম্পানির সন্ধান পাই। কোম্পানির নামটি হল লিভগুড (Livegood). (
https://www.livegood.com) এখানে বিভিন্ন ধরনের ঔষধ বিক্রি করা হয় অনেক দামী যেগুলো মানুষের শরীরের জন্য অনেক উপকার করে। আবার কোনোকিছু বিক্রি না করেও আয় করা যায়। মেম্বার এড করে। কোম্পানিটি হচ্ছে আমেরিকার। এখানে ভর্তি হতে ৬০০০ টাকা লাগে। একবার ভর্তি হয়ে গেলে তারপর মাসে ১২০০ টাকা করে দিতে হবে। বিভিন্ন ধরনের কাজ আছে। যেমনঃ
১। নাম্বারে প্রোডাক্ট বিক্রি করা।
২। রেফার করে লোক জয়েন করা।
৩। কোন কাজ না করেও মাসে মাসে ১২০০ টাকা ফিশ দিয়ে ইনকাম করা।
এরকম কোম্পানিতে কাজ করা কি জায়েজ?