আসসালমুআলাইকুম শায়েখ,
বিষয় হলো আমার একটা ওষধ এর দোকানের সরকারী লাইসেন্স আছে । আমার বাড়ি ইন্ডিয়া তে। শায়েখ আমার লাইসেন্স এ সমস্ত কিছু ঠিক আছে, আমার লাইসেন্স একদম বৈধ লাইসেন্স। আমাকে যখন সরকারি দপ্তর থেকে লাইসেন্স দেই তখন আমি দেখি যে আমার address এর post office জায়গাতে সংক্ষেপে p.o লেখা থাকে আর police station এর সংক্ষেপে p.s লেখা থাকে । কিন্তু সরকারী দপ্তরে ভুল করে p.o লিখতে গিয়ে দুটোই p.s লেখা আছে। ( উদহারন দিচ্ছি p.s - kaliyachock, p.s:- chachol আসলে p.s er জায়গাতে p.o লেখা হতো বাকি সব কিছু ঠিক সরকারি দপ্তরে টাইপিং মিসটেক করেছে)
আমি এই ভুল টা দেখে সঙ্গে সঙ্গে বলি সরকারি দপ্তরে , তখন তারা বলে নিজের নাম , বাবার নাম, এবং জন্ম তারিক ঠিক থাকলে কোনো সমস্যা নেই। এবার আমার সব কিছুই ঠিক আছে তাই আমি আর কথা না বাড়িয়ে চলে আসি এবং ভাব পরিবর্তী তে রেনুয়াল করতে গিয়ে ঠিক করে নিবো।
১. এখন আমি একটা চাকরি পেয়েছি সেইখানে আমার লাইসেন্স টা জমা দিতে হবে। আমার এই টাইপিং মিসটেক এর প্রবলেম না যদি না বলি যেহেতু আমাকে সরকারী দপ্তরে বলেছে কোনো সমস্যা না ।তাহলে কি আমার সেই চাকরী টা জায়েজ হবে??
২. যেখানে চাকরী করবো সেইখানে তো সমস্ত নথিপত্র জমা দিবো, তারা যদি আমার ডকুমেন্টস চেক করে বলে ,সেই ছোট্ট টাইপিং মিসটেক এর কথা বলে তাহলে আমি সেই টা ঠিক করে নিবো , আর তারা যদি প্রবলেম এর কথ না বলে তাহলে আমি নিজে থেকে কিছু বলতে যাবো না , কারণ আমার চাকরী টা খুব দরকার , আর এই ভুল টা খুবই সামান্য টাইপিং মিসটেক।
আমি যদি নিজে থেকে টাইপিং মিসটেক এর কথা টা না বলি , লাইসেন্স জমা দিয়ে যদি চাকরী টা হয়ে জাই সেই টা আমার জন্য হালাল হবে হবেতো ? এবং আমার ইনকাম হালাল হবে তো?