আসসালামু আলাইকুম।
অনলাইনে এখন যে পেইজগুলো পাওয়া যায়, যেখানে তারা কাস্টমারদের ছবি লাগিয়ে কাস্টমাইজ করা মগ বা ফোনের কভার তৈরী করে। এরকম পেইজ কেউ যদি মডারেটরের দায়িত্ব পালন করে,যার কাজ হচ্ছে কাস্টমারদের ম্যাসেজের রিপ্লাই দেওয়া,তাদের সাথে কথা বলা,তাহলে তার আয় কি হালাল হবে? আমি সে পেইজের মালিক না বা ছবি তৈরীর সাথে জড়িত না।