আসসালামু আলাইকুম শাইখ।
আমার গত মাসে বিয়ে হয়েছে। হেদায়েত পেয়েছি ৩বছর আগে আলহামদুলিল্লাহ, হেদায়েতের পর থেকে বিয়ের জন্য অনেক দুয়া করতাম সবসময়ই পরে বিভিন্ন ওয়েবসাইটে বায়োডাটা দেয়া থেকে শুরু করে নিজের সাধ্যমতো চেস্টা করতাম অনেক কান্নাকাটি আর দুয়ার পর গতমাসে আমার বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ।
তবে আমার বিয়ে হয়েছে কাজী অফিসে আমার বাবা নাই বড় ভাই দেশের বাহিরে থাকেন ছোট একটা ভাই আছে আমার, পাত্র নিজের বাবা কে না জানিয়ে মানে তার অভিভাবক রাজি হবেন না তাকে এখন ছাত্র অবস্থায় বিয়ে দিতে সেজন্য সে অভিভাবক কে না জানিয়ে আমাকে বিয়ে করেন, আর আমার পরিবার থেকে আমাকে অনুমতি দেয়া হয়েছে কাজী অফিসে বিয়ে করে ফেলার কারণ আমাদের কিছু সমস্যা ছিলো তাই এখন পারিবারিক ভাবে বিয়ে দেয়া সম্ভব ছিলো না সেজন্য ছেলে ভালো হওয়াতে আমার বাসা থেকে আমাকে নিজেরা বিয়ে করে নিতে বলে তো আমরা তাই করি, বিয়েতে আমার পরিবারের কেও ছিলো না। কাজী অফিসে সরকারি নিয়ম অনুযায়ী আমরা বিয়ে করি।
এখন বিয়ে করার পর থেকে আমি হীনমন্যতায় ভুগছি, আমি ভাবছি এটা কি আমার তাকদিরে লিখা ছিলো নাকি আমি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছি, কোন ভুল সিদ্ধান্ত নিয়েছি কিনা, এই মানুষ টাই কি আসলে আমার জন্য লিখা ছিলো কি না, তাকে আমি কেনো বিয়ে করলাম, এভাবে বিয়ে করার চেয়ে না করাই ভালো ছিলো শুধু এসবি মাথায় ঘুরপাক খায়।
এখানে বলে রাখি শাইখ আমার পরিবার থেকেই আমাকে এভাবে বিয়ে করে ফেলতে বলা হয়েছে। আমার স্বামী যথেষ্ট ভালো আল্লাহ ভীরু, তারদিক থেকে কোন সমস্যা নেই সে আমাকে অনেক ভালবাসে। কিন্তু সমস্যা হচ্ছে আমার আমি চেয়েছিলাম বিয়ে টা পারিবারিক ভাবে হোক কিন্তু আমার পরিবারে কিছু সমস্যা থাকায় পরিবার থেকে নিজেরা বিয়ে করে নিতে বলছে পরে সব ঠিকঠাক হলে পারিবারিক ভাবে অনুষ্ঠান করে উঠায় দিবে আমাকে, এখন আমার সমস্যা হচ্ছে আমি দ্বীধাদ্বন্দে ভুগি যে এই মানুষ টাই কি আমার তাকদিরে লিখা ছিলো এটা কি আল্লাহর ফয়সালা নাকি আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি?!!
বিয়ের আগে আমরা উভয়ে অনেকবার করে ইস্তেখারা করেছি তারপর বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ
কিন্তু আমার এসব মনের মধ্যে কাজ করে,শাইখ আমাকে কিছু নসিহত করুন যাতে আমি একটু শান্ত হতে পারি আল্লাহর ফয়সালায় আমার বিয়ে হয়েছে কি না সেটা আমাকে বলুন শাইখ, আমার মনের মধ্যে এসব চলতে থাকে বলে আমি আমার স্বামীর সাথে ও মাঝে মাঝে খারাপ ব্যাবহার করে ফেলতেছি যেটার জন্য সে কষ্ট পায়।
আমি নিজেকে এটা থেকে বের করতে চাই
আমাকে পরামর্শ দিন শাইখ