আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
142 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
আসসালামু আলাইকুম শাইখ।

আমার গত মাসে বিয়ে হয়েছে। হেদায়েত পেয়েছি ৩বছর আগে আলহামদুলিল্লাহ, হেদায়েতের পর থেকে বিয়ের জন্য অনেক দুয়া করতাম সবসময়ই পরে বিভিন্ন ওয়েবসাইটে বায়োডাটা দেয়া থেকে শুরু করে নিজের সাধ্যমতো চেস্টা করতাম অনেক কান্নাকাটি আর দুয়ার পর গতমাসে আমার বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ।
তবে আমার বিয়ে হয়েছে কাজী অফিসে আমার বাবা নাই বড় ভাই দেশের বাহিরে থাকেন ছোট একটা ভাই আছে আমার, পাত্র নিজের বাবা কে না জানিয়ে মানে তার অভিভাবক রাজি হবেন না তাকে এখন ছাত্র অবস্থায় বিয়ে দিতে সেজন্য সে অভিভাবক কে না জানিয়ে আমাকে বিয়ে করেন, আর আমার পরিবার থেকে আমাকে অনুমতি দেয়া হয়েছে কাজী অফিসে বিয়ে করে ফেলার কারণ আমাদের কিছু সমস্যা ছিলো তাই এখন পারিবারিক ভাবে বিয়ে দেয়া সম্ভব ছিলো না সেজন্য ছেলে ভালো হওয়াতে আমার বাসা থেকে আমাকে নিজেরা বিয়ে করে নিতে বলে তো আমরা তাই করি, বিয়েতে আমার পরিবারের কেও ছিলো না।  কাজী অফিসে সরকারি নিয়ম অনুযায়ী আমরা বিয়ে করি।
এখন বিয়ে করার পর থেকে আমি হীনমন্যতায় ভুগছি,  আমি ভাবছি এটা কি আমার তাকদিরে লিখা ছিলো নাকি আমি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছি, কোন ভুল সিদ্ধান্ত নিয়েছি কিনা, এই মানুষ টাই কি আসলে আমার জন্য লিখা ছিলো কি না, তাকে আমি কেনো বিয়ে করলাম, এভাবে বিয়ে করার চেয়ে না করাই ভালো ছিলো শুধু এসবি মাথায় ঘুরপাক খায়।

এখানে বলে রাখি শাইখ আমার পরিবার থেকেই আমাকে এভাবে বিয়ে করে ফেলতে বলা হয়েছে। আমার স্বামী যথেষ্ট ভালো আল্লাহ ভীরু, তারদিক থেকে কোন সমস্যা নেই সে আমাকে অনেক ভালবাসে। কিন্তু সমস্যা হচ্ছে আমার আমি চেয়েছিলাম বিয়ে টা পারিবারিক ভাবে হোক কিন্তু আমার পরিবারে কিছু সমস্যা থাকায় পরিবার থেকে নিজেরা বিয়ে করে নিতে বলছে পরে সব ঠিকঠাক হলে পারিবারিক ভাবে অনুষ্ঠান করে উঠায় দিবে আমাকে,  এখন আমার সমস্যা হচ্ছে আমি দ্বীধাদ্বন্দে ভুগি যে এই মানুষ টাই কি আমার তাকদিরে লিখা ছিলো এটা কি আল্লাহর ফয়সালা নাকি আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি?!!

বিয়ের আগে আমরা উভয়ে অনেকবার করে ইস্তেখারা করেছি তারপর বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ
কিন্তু আমার এসব মনের মধ্যে কাজ করে,শাইখ আমাকে কিছু নসিহত করুন যাতে আমি একটু শান্ত হতে পারি আল্লাহর ফয়সালায় আমার বিয়ে হয়েছে কি না সেটা আমাকে বলুন শাইখ, আমার মনের মধ্যে এসব চলতে থাকে বলে আমি আমার স্বামীর সাথে ও মাঝে মাঝে খারাপ ব্যাবহার করে ফেলতেছি যেটার জন্য সে কষ্ট পায়।
আমি নিজেকে এটা থেকে বের করতে চাই
আমাকে পরামর্শ দিন শাইখ

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাযি-থেকে বর্ণিত তিনি বলেন- 
ﻋَﻦْ ﻋَﺒْﺪِ اﻟﻠَّﻪِ ﺑْﻦِ ﻋَﻤْﺮٍﻭ ﺭَﺿِﻲَ اﻟﻠَّﻪُ ﻋَﻨْﻬُﻤَﺎ ﻗَﺎﻝَ: ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ اﻟﻠَّﻪِ - ﺻَﻠَّﻰ اﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ -( «ﻛَﺘَﺐَ اﻟﻠَّﻪُ ﻣَﻘَﺎﺩِﻳﺮَ اﻟْﺨَﻼَﺋِﻖِ ﻗَﺒْﻞَ ﺃَﻥْ ﻳَﺨْﻠُﻖَ اﻟﺴَّﻤَﺎﻭَاﺕِ ﻭَاﻷَْﺭْﺽَ ﺑِﺨَﻤْﺴِﻴﻦَ ﺃَﻟْﻒَ ﺳَﻨَﺔٍ)ﺭَﻭَاﻩُ ﻣُﺴْﻠِﻢٌ.
আল্লাহ তা‘আলা প্রত্যেক মানুষের তাক্বদীর লিপিবদ্ধ করেছেন আসমান-যমীন সৃষ্টির ৫০ হাজার বছর পূর্বে এবং তিনি যার ভাগ্যে যা লিপিবদ্ধ করেছেন তাই ঘটবে।(ছহীহ মুসলিম, মিশকাত হাদীস নং/৭৯)। 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/58

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জন্ম মৃত্যুর মত বিয়ে শাদী ইত্যাদি সবকিছুই নির্ধারিত রয়েছে।তাকদীরে লিপিবদ্ধ রয়েছে।তাকদীরে যার সাথে বিয়ের কথা লিখিত রয়েছে,তার সাথেই বিয়ে হবে।হ্যা তাকদীরে যা লিখা রয়েছে,তা দু'আর মাধ্যমে পরিবর্তনও হয়ে যেতে পারে।শত চেষ্টা করলেও কাউকে বিয়ে করা যাবে না, যদি না তাকদীরে লিখা থাকে বা আল্লাহর হুকুম হয়।তাকদীর আল্লাহ লিখে রেখেছেন।এবং পরবর্তীতে আল্লাহ তাকদীরকে পরিবর্তনও করে দিতে পারেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5266

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেভাবে তাকদীরে লিখা ছিলো, সেভাবেই বিয়ে হয়েছে।বিয়ে নিয়ে, বিয়ের পদ্ধতি নিয়ে আফসোস না করে বরং নিজেদের জন্য নিজেদের ভবিষ্যতের জন্য কল্যাণের দু'আ করাই শ্রেয়। তাছাড়া আপনার পরিবারের সম্মতি তো ছিলোই।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...